সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী পূজা হেগড়ে। একটি সাক্ষাৎকার ঘিরে তৈরি হওয়া বিতর্ক থেকেই এই আলোচনার সূত্রপাত। ভাইরাল হওয়া কিছু প্রতিবেদনে দাবি করা হয়, কেরিয়ারের শুরুর দিকে এক পুরুষ সহ-অভিনেতার সঙ্গে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা নাকি প্রকাশ্যে এনেছেন তিনি।
ভাইরাল হওয়া ওই প্রতিবেদনে বলা হয়, একটি বড় প্যান-ইন্ডিয়া ছবির শুটিং চলাকালীন এক সহ-অভিনেতা অনুমতি ছাড়াই পূজার ভ্যানিটিতে প্রবেশ করেন এবং অশোভন আচরণ করেন। আরও দাবি করা হয়, ওই ঘটনায় পূজা তৎক্ষণাৎ প্রতিবাদ জানান এবং পরে ছবির নির্মাতাদের জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি ওই অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না।
তবে এই বক্তব্যগুলি কোনও নির্ভরযোগ্য সূত্র বা যাচাই করা সাক্ষাৎকার ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ফলে বিষয়টি নিয়ে শুরু হয় জল্পনা, বিতর্ক এবং নানা ধরনের অনুমান। এমনকি নাম না থাকলেও নেটিজেনদের একাংশ সহ-অভিনেতার পরিচয় নিয়ে অনুমান করতে শুরু করেন।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, ঘটনাটিতে গভীরভাবে বিচলিত হয়েছিলেন পূজা। তিনি নাকি সহ-অভিনেতার মুখোমুখি হয়ে প্রতিবাদ জানান এবং পরবর্তীতে ছবির টিমকে নিজের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে দেন। এমনকি এও দাবি করা হয় যে, তিনি নাকি তাঁর সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন।
ক্রমবর্ধমান জল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খোলেন ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (প্রাক্তন টুইটার)-এ স্পষ্টভাবে জানান, পূজার নামে ছড়িয়ে পড়া এই তথাকথিত সাক্ষাৎকার সম্পূর্ণ ভুয়ো। তাঁর কথায়, এই বক্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই এবং মানুষকে বিভ্রান্তিকর, যাচাই না করা তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি।
বিতর্ক ও গুজবের মাঝেও কাজের দুনিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা হেগড়ে। একাধিক ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে থালাপতি বিজয়ের বিপরীতে তাঁর আসন্ন ছবি ‘জনা নায়গন’ মুক্তির অপেক্ষায় রয়েছেন পূজা। পাশাপাশি, কেরিয়ারে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিয়ে নিজের অভিনয়ের পরিসর আরও বিস্তৃত করার দিকেও মনোযোগী এই অভিনেত্রী।
পূজা নিজের কেরিয়ারকে নির্দিষ্ট কোনও ছাঁচে বেঁধে রাখতে চান না। দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউড, সব ক্ষেত্রেই তিনি সাবলীলভাবে কাজ করছেন এবং প্রতিটি প্রজেক্টে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন। ফ্যাশন, ফিটনেস এবং সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি বরাবরের মতোই সক্রিয়, যা তাঁকে তরুণ প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। গুজব বা বিতর্ক নয়, বরং ধারাবাহিক কাজ আর পেশাদার মনোভাব দিয়েই নিজের জায়গা আরও শক্ত করতে চাইছেন তিনি।
