টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
 
 কার্তিকের ট্যাটুতে কার নাম?
 
 অনুরাগ বসুর পরিচালনায় 'আশিকি ৩'-এ শ্রীলীলার সঙ্গে দেখা যেতে চলেছে কার্তিক আরিয়ানকে। এই ছবিতে অভিনয় করতে গিয়ে নাকি নায়িকার প্রেমে পড়েছেন কার্তিক। এবার তাঁর হাতে নতুন ট্যাটু দেখে কার্তিক-শ্রীলীলার প্রেমের গুঞ্জন আরও বেড়েছে। পরিবারের সঙ্গে মুম্বইতে রাখি উদ্যাপন করলেন কার্তিক আরিয়ান। শনিবার ইনস্টাগ্রামে ভাগ করলেন এক বিশেষ ছবি। পাশে তাঁর প্রিয় পোষ্য ‘কাটোরি’, আর হাতে একেবারে নতুন ট্যাটু। ডান হাতের কবজিতে খোদাই করা হয়েছে চাঁদের বিভিন্ন রূপ—অর্ধচন্দ্র থেকে পূর্ণিমা পর্যন্ত। যদিও ট্যাটু নিয়ে কার্তিক কোনও ব্যক্তিগত মন্তব্য করেননি, তবে এর গভীর প্রতীকী অর্থ রয়েছে। ট্যাটুতে মোট সাতটি চাঁদের পর্যায় দেখা যায়—যা সময়ের গতি ও জীবনের আবর্তকে বোঝায়। নতুন চাঁদ মানে নতুন শুরু, পূর্ণিমা মানে পরিপূর্ণতা আর শক্তির শিখর। বাড়ন্ত ও ক্ষয়িষ্ণু চাঁদ বোঝায় পরিবর্তন, আত্মসমীক্ষা আর বিকাশের প্রয়োজনীয়তা।
আরও পড়ুন: অবসরের ‘উপদেশ’ পেতেই ফুঁসে উঠলেন শাহরুখ! শায়েস্তা করতে যা জবাব দিলেন! অবাক হবেন আপনিও
করণের প্রত্যাবর্তন

২০২৬ সালে আবার পরিচালনায় ফিরতে চলেছেন করণ জোহর। প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও গত ২ বছর তিনি কোনও ছবি পরিচালনা করেননি। তাই আগামী বছর নতুন ভাবে নতুন আঙ্গিকে ফিরতে চলেছেন তিনি। তবে এবার আর নতুন প্রজন্মের গল্প নয়, পরিচালক বলবেন পুরনো দিনের গল্প। রবিবার ইনস্টাগ্রামে করণ একটি পোস্ট করেছেন যেখানে তাঁকে সাদা শার্ট পরে সমুদ্রের মধ্যে সময় কাটাতে দেখা যায়। এই ছবির ক্যাপশনে তিনি যা লিখেছেন, সেটা দেখে বেশ বোঝাই যাচ্ছে আগামী বছর একটি নতুন রূপে ফিরতে চলেছেন তিনি।করণ লেখেন, ‘২০২৬ সাল হল সেই বছর, যখন আমি আবার সেটে ফিরব। আমি নিজের কাছেই প্রতিশ্রুতি দিয়েছি কারণ এটি কেবল আমার সুখের জায়গা এবং স্থান নয়, আমার অন্যতম শান্তি। যাদের আমি চিনি না তাদের খুশি করার চেষ্টা করেছি এতদিন। কিন্তু আমি কেন পালাব? এটা আমার রক্তে মিশে রয়েছে। আমার কথাগুলি হয়তো এলোমেলো লাগতে পারে কিন্তু এটাই সত্যি।’
 
 জাহ্নবীর সাফাই
 
 শনিবার, জন্মাষ্টমী উপলক্ষে একটি দহি হান্ডি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই দই-ভরা হাড়ি ফাটানোর সময় ‘ভারত মাতা কি জয়’ বলে চিৎকার করে ওঠেন শ্রীদেবী-কন্যা। তবে এবার বিতর্ক বাড়তে মুখ খুললেন শ্রীদেবী-কন্যা। জানালেন সেদিনের অনুষ্ঠানে কেন ‘ভারত মাতা কি জয়’ বলেছিলেন। সেই ভিডিও শেয়ার করে জাহ্নবী ক্যাপশনে লিখেছেন, "শুধু প্রেক্ষাপটের জন্য পুরো ভিডিওটি দিলাম। ওরা বলার পর যদি না বলতাম তাহলেও সমস্যা, আর বলার পরেও ভিডিও কেটে মিম মেটিরিয়াল বানানো হচ্ছে।" তিনি আরও লেখেন, "আর শুধু জন্মাষ্ঠমী কেন, আমি প্রতিদিন ভারত মাতা কি জয় বলব।"
