বলিউডে অনস্ক্রিন জুটির রসায়ন নিয়ে বাস্তবেও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা নতুন নয়। কিন্তু কখনও কখনও পর্দার প্রেম এতটাই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যে দর্শকের মনে জন্ম নেয় অন্যই কৌতূহল, ‘এরা কি সত্যিই প্রেম করছে?’ ঠিক এমনটাই হয়েছে মোহিত সুরির নতুন ছবি ‘সইয়ারা’র মুখ্য দুই অভিনেতা-অভিনেত্রীকে ঘিরে।অহন পাণ্ডে ও অনীত পাড্ডার রিল রোম্যান্স দেখে দর্শকের মনে প্রথম থেকেই প্রশ্ন, ওরা কি শুধু পর্দার প্রেমিক-প্রেমিকা? না কি বাস্তবেও কিছু চলছে?

ছবির মুক্তির পর দু’জনের একসঙ্গে বারবার দেখা যাওয়া, আড্ডা, আউটিং সব মিলিয়ে নেটিজেনদের সন্দেহ আরও ঘনীভূত হয়। সেই আগুনে ঘি ঢালল এ বছরের অনীতের জন্মদিনের ভাইরাল ভিডিও যেখানে দেখা যায় আহান তাঁকে কেক খাইয়ে দিচ্ছে। পুরো নেটপাড়াতখনই বলে উঠেছিল, “ইটস অফিসিয়াল!”

কয়েকদিন আগে করণ জোহর হাজির হন সানিয়া মির্জার চ্যাট শো-তে। সেখানে সানিয়া তাঁকে প্রশ্ন করেন, “বলিউডের নেক্সট কাপল কে হতে পারে?” জবাবে করণ এক মুহূর্ত না ভেবে বলেন,“অহন পাণ্ডে আর অনীত পাড্ডা।”

সানিয়া সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, “নেক্সট? মানে, হয়ে গিয়েছে?” করণ প্রথমে হাসলেন, তারপর মুখের ভাব পাল্টে গিয়ে বললেন, “ওদের এই সম্পর্ক এখনও অফিসিয়াল নয়… মানে, যদি কিছু থাকে… আমি ঠিক জানি না।” করণের এই এক বাক্যেই ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। করণ কি তাহলে সত্যিই ইঙ্গিত দিলেন? না কি মুখ ফসকে বলে ফেলেছেন?

করণ জোহরের এই ভিডিও ভাইরাল হওয়ার পর বহু নেটিজেনই আনন্দে ফেটে পড়েছেন। একজন লিখেছেন, “কফি উইথ করণ শো-তে অহন-অনীতকে দেখতে চাই!” অন্য আরেকজন লিখলেন, “ওদের রসায়ন দারুণ। একসঙ্গে সাক্ষাৎকার দিতে বসলে কিন্তু জমে যাবে।”আরও এক মন্তব্যে হাসির ইমোজির সঙ্গে লেখা, “ করণ জোহর তো সবসময় উস্কানি দেয়! এবারও করল।”এক ফ্যান তো দাবি করে বসেছেন,“করণ যেভাবে হাসল… নিশ্চিত ও কিছু জানে!”

অন্যদিকে, অনীত শিগগিরই মুখ্য ভূমিকায় দেখা দেবেন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের-এর ষষ্ঠ ছবি ‘শক্তি শালিনী’-তে। অহন-ও প্রস্তুত আলি আব্বাস জাফর ও যশ রাজ ফিল্মস-এর অ্যাকশন ছবির জন্য, যেখানে তাঁর সঙ্গে থাকছেন শর্বরী।পর্দার প্রেম থেকে বাস্তবের প্রেম- কতটা দূরত্ব? অহন–অনীতের ক্ষেত্রে সেটা হয়তো খুব সামান্যই। আর করণ জোহরের এই ছোট্ট মন্তব্য? নেটপাড়া তো এখনই বলা শুরু করে দিয়েছে, “ব্যাপারটা তাহলে আর গুঞ্জন বলে আটকে থাকল না…”