টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
দুর্ঘটনায় প্রয়াত বাবার মূর্তি ভাঙলেন তারকা-সন্তান
প্রয়াত সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের কনিষ্ঠ পুত্র অনিবেশ শ্রীবাস্তবকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। রবিবার ভোরে মুম্বইয়ের লোখন্ডওয়ালায় ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় তাঁর নাম জড়িয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, তাঁর চালানো রেঞ্জ রোভার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং সেখানে স্থাপিত একটি মূর্তি ভেঙে পড়ে। বিস্ময়ের বিষয়—যে মূর্তিটি ভেঙে গিয়েছে, সেটি ছিল প্রয়াত সুরকার আদেশ শ্রীবাস্তবেরই, যাঁর নামে ওই চৌরাস্তা কয়েক বছর আগে নামকরণ করা হয়েছিল।
মহারাষ্ট্রের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকালে একটি লাল রঙের রেঞ্জ রোভার—যার নম্বরপ্লেট হরিয়ানায় রেজিস্টারড, লোখন্ডওয়ালার ডিভাইডারে জোরে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, ডিভাইডারের একাংশ ভেঙে গিয়েছে এবং চৌরাস্তার মাঝখানে থাকা ইনস্টলেশনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। গাড়িটি রেজিস্টারড ছিল প্রয়াত সুরকারের স্ত্রী বিজয়তা পণ্ডিতের নামে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থলের কাছে গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন অনিবেশ শ্রীবাস্তব। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
‘বিগ বস ১৯’ থেকে বাদ কুনিকা
রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’ এখন শেষ পর্যায়ে। গ্র্যান্ড ফাইনালের আর মাত্র দু’সপ্তাহ বাকি থাকতে প্রতিযোগী কুনিকা সদানন্দকে বিদায় নিতে হল ভোটের অভাবে। কম ভোট পাওয়া চারজনের মধ্যে তিনি সবচেয়ে কম ভোট পেয়ে এলিমিনেট হন। তবে ঘর ছাড়ার আগে তাঁর খেলা নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন স্বয়ং হোস্ট সলমন খান।
সপ্তাহান্তের ‘উইকএন্ড কা বার’এ সলমন জানান, সবচেয়ে কম ভোট পেয়েছেন আমাল মালিক, তানিয়া মিত্তল, মালতি চাহার এবং কুনিকা সদানন্দ। এদের মধ্যেই কুনিকাই পেয়েছেন সর্বনিম্ন ভোট। ফলাফল ঘোষণার পর সলমন বলেন,“কুনিকা, খুব ভাল… আপনি দারুণ খেলেছেন। আপনাকে ছাড়া এই সিজন অসম্পূর্ণই থেকে যেত।”
কুনিকার বিদায়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। অনেকে মনে করছেন, ঘরে থাকা আরও কিছু প্রতিযোগীর তুলনায় শোয়ের থাকার জন্য কুনিকা বেশি যোগ্য ছিলেন। তাঁর শান্ত, ভারসাম্যপূর্ণ খেলা আর স্পষ্ট কথা বলার স্বভাবকে দর্শকরা মিস করছেন বলে মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ।
ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কুনিকার বিদায়ের পর এবার দেখার শেষ দু’সপ্তাহে কারা লড়াই করে পৌঁছতে পারবেন বিগ বস ১৯-এর ট্রফির দৌড়ে।
কেমন আছেন শ্রদ্ধা
শ্রদ্ধা কাপুর তাঁর আসন্ন ছবি ‘ইথা’র শুটিং চলাকালীন চোট পাওয়ার পর নিজের স্বাস্থ্যের আপডেট শেয়ার করেছেন। রবিবার ভক্তদের সঙ্গে আড্ডায় শ্রদ্ধা মজা করে বলেন, তিনি নাকি এখন ‘টার্মিনেটর’-এর মতো হাঁটাচলা করছেন।
চোটের বিষয়ে এক ভক্ত জানতে চাইলে শ্রদ্ধা বলেন, “টার্মিনেটর-এর মতো ঘুরে বেড়াচ্ছি। মাসল টিয়ার হয়েছে। ঠিক হয়ে যাবে। একটু বিশ্রাম নিলেই চলবে, আমি একদম ঠিক হয়ে যাব।”
ইনস্টাগ্রামে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করতে শুরু করেন।
