আদিত্য ধর পরিচালিত স্পাই–অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’–এর প্রচার ঝলক প্রকাশ হতেই উত্তেজনায় তোলপাড় নেটপাড়া। রণবীর সিং, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর আর মাধবনের জোরদার উপস্থিতির পাশাপাশি সঙ্গে প্রচার ঝলকের  প্রায় প্রতিটি ফ্রেমে গা-ঘিনঘিনে, রক্তাক্ত হিংস্রত! সব মিলিয়ে এক চমকে দেওয়া নিষ্ঠুর অ্যাকশন অভিজ্ঞতাঠাসা ছবির ইঙ্গিত দিয়েছে ট্রেলার। কিন্তু এই ট্রেলারে মুগ্ধতার পাশাপাশি উঠেছে তীব্র বিতর্কও। সবচেয়ে কড়া আক্রমণ এসেছে বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠির তরফে।

 

ছবির ট্রেলার মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই এক্স (টুইটার)-এ বিস্ফোরক পোস্ট করেন রাঠী। তিনি এই ট্রেলারকে ইরাক এবং সিরিয়ার এক জঙ্গি গোষ্ঠীর দ্বারা শিরোচ্ছেদ করার ঘটনার সঙ্গে তুলনা করেন! তিনি লেখেন, “ বলিউডের সস্তা হিংসার সীমা ছাড়িয়ে গিয়েছেন আদিত্য ধর। ছবির ট্রেলারে দেখানো রক্তাক্ত হিংস্রতা, অত্যাচার...এগুলো যেন  আইএসআইএস-এর শিরোচ্ছেদের ভিডিও ‘এন্টারটেনমেন্ট’ বলে চালানোর মতো।”

 

এখানেই থামেননি তিনি। আরেকটি পোস্টে স্পষ্ট অভিযোগ তোলেন, “টাকার লোভে চোখ বন্ধ। তরুণ প্রজন্মের মানসিকতা নষ্ট হচ্ছে। রক্ত, নির্যাতন এসবকে গ্লোরিফাই করা হচ্ছে ভয়ানক ভাবে।”

 

রাঠির দাবি, সেন্সর বোর্ডের এই ছবিতে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত। তাঁর কথায়, “চুমু খাওয়া নিয়ে যদি আপত্তি থাকে, তবে মানুষকে জীবন্ত অবস্থায় তাঁর চামড়া ছাড়ানোর দৃশ্য দেখানো নিয়েও তো তো প্রশ্ন ওঠাতে হবে।”

ছবির ট্রেলারে কোন দৃশ্যগুলো নিয়ে এত বিতর্ক? ট্রেলারের দুটি নির্দিষ্ট দৃশ্যই মূল বিতর্কের কেন্দ্রবিন্দু -

ছবিতে অর্জুন রামপাল (একজন আইএসআই মেজর) এক ব্যক্তির চামড়া তুলে ফেলার দৃশ্য

ছবিতে অক্ষয় খান্না একজনকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করার মুহূর্ত

 

ট্রেলার এগোতেই দেখা যায়, গল্পের কেন্দ্রে রণবীর সিং-এক ভারতীয় গুপ্তচর, পাকিস্তানের মাটিতে অতি গোপন মিশনে।

 

কিন্তু দর্শকদের একাংশ একেবারেই ক্ষুব্ধ নন।  আশ্চর্যজনকভাবে নেটিজেনদের একটা বড় অংশ এই হিংস্রতাকে বরং ‘আদিম’ এবং ‘আকর্ষণীয়’ বলে প্রশংসা করছেন। একজন লিখেছেন, “এনার্জি, অন্ধকার, আবহাওয়া-যেন নতুন যুগ খুলে দিল।” আরেকজন সেন্সর বোর্ডকেই অনুরোধ করেছেন,“ট্রেলারে যেটা দেখছি, প্রেক্ষাগৃহেও ঠিক সেভাবেই চাই। কোনও কাট–ছাঁট নয়।”