সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর কেমন আছেন ধর্মেন্দ্র? 
সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এমনকী চিকিৎসা চলাকালীন হঠাৎই রটে যায় তাঁর মৃত্যু খবর। তবে সেসবকে নস্যাৎ করে গত বুধবার বাড়ি ফেরেন অভিনেতা। দেখতে দেখতে হাসপাতাল থেকে তিনি ছাড়া পাওয়ার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। এখন কেমন আছেন তিনি? তাঁর এক ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে বলিউডের হি-ম্যান বর্তমানে ভাল আছেন। তাঁর কথায়, 'উনি ভাল আছেন এখন। আগের থেকে অনেকটাই সুস্থ।' এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে তাঁকে মৃতপ্রায় অবস্থায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁকে ঘিরে রয়েছেন তাঁর কাছের মানুষেরা। সেই ভিডিও হাসপাতালের এক কর্মীই নেটমাধ্যমে ছেড়েছিলেন, তাঁকে সেই কারণে গ্রেফতার করা হয়। গত ১০-১১ নভেম্বর রটে গিয়েছিল ৮৯ বছর বয়সেই নাকি জীবন প্রদীপ নিভে গিয়েছে বর্ষীয়ান অভিনেতা। এই কথায় ক্ষোভ প্রকাশ করেন হেমা মালিনী এবং এষা। বিবৃতি দিয়ে জানান চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র, এখন এই ধরনের খবর রটানো 'অসম্মানজনক, দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ'। তার একদিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন অভিনেতা। বর্তমানে তাঁর ৯০ বছরের জন্মদিন পালনের তোড়জোড় চলছে। 

একাকীত্বে ভোগেন করণ জোহর? সম্পর্ক নিয়ে কী জানালেন? 
সম্প্রতি করণ জোহর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানিয়া মির্জার শো সার্ভিং ইট আপ উইথ সানিয়া। সেখানেই তাঁরা দুজন সিঙ্গল প্যারেন্ট হিসেবে তাঁদের লড়াই থেকে শুরু করে ভালবাসার বিষয়ে কথা বলেন। আর কথা প্রসঙ্গেই পরিচালক, প্রযোজক জানান তিনি একাকীত্বে ভোগেন। করণ এদিন বলেন, 'আমি এখন ঠিক আছি। কিন্তু একটা সময় ছিল যখন আমি সত্যিই ভালবাসা খুঁজেছি। আমি সঙ্গী চেয়েছিলাম, সম্পর্ক চেয়েছিলাম। হৃদয় ভাঙা, এক তরফা প্রেম... সব কিছুর মধ্যে দিয়ে গিয়েছি আমি। এমনকী সেগুলো নিয়ে ছবিও বানিয়েছি। ওটাই হয়তো আমায় ঠিক হতে সাহায্য করেছে।' একাকীত্ব থেকে পালাতে কখনও দেশ ছাড়ার কথা ভেবেছেন কিনা জানতে চাইলে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির পরিচালক এদিন বলেন, 'এখানে আমার মা আছেন, আমার সন্তানরা আছে। ওদের ছেড়ে কোথায় যাব? আমি একাকীত্বে ভুগি না, এটা বাস্তব। সেরা সময়ে, সুখের সময়ই মানুষ একা থাকে। খারাপ সময় নয়। একা খাবার খাওয়া আর একটা জিনিস, যখন একাকীত্ব বোধ হয়।' প্রসঙ্গত, করণ জোহর বিয়ে করেননি, সরোগেসির মাধ্যমে তাঁর দুই সন্তান হয়েছে, রুহি এবং যশ। মা, আর দুই সন্তান নিয়েই করণের ভরা সংসার। 

'১২০ বাহাদুর'-এর স্ক্রিনিংয়ে মুখোমুখি রণবীর-ফারহান, ভক্তদের প্রশ্ন 'ডন ৩' কবে আসবে? 
সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে গেল '১২০ বাহাদুর' ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। সেখানেই বন্ধু ফারহান আখতারের ছবি দেখতে হাজির হয়েছিলেন রণবীর সিং। এই অনুষ্ঠানে এদিন তাঁদের দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরেন তাঁরা। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে হইচই শুরু। অনুরাগীদের প্রশ্ন 'ডন ৩' কবে আসবে? প্রসঙ্গত গত বুধবার, ১৯ নভেম্বর '১২০ বাহাদুর' ছবির স্পেশ্যাল স্ক্রিনিং ছিল। সেখানে রণবীর ছাড়াও এসেছিলেন হৃতিক রোশন, রেখা, ওয়াহিদা রেহমান, প্রমুখ। এদিন ফারহান এবং রণবীরকে অনেকক্ষণ কথা বলতে দেখা যায়। দুজনে চিত্রসংবাদিকদের জন্য একসঙ্গে পোজও দেন।