সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ধর্মেন্দ্রর বায়োপিকে সলমন?
৮৯ বছর বয়সে এসে থামল ধর্মেন্দ্রর জীবন সফর। গত ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দেন বলিউডের 'হি-ম্যান'। তাঁর স্মরণসভার আগে, এদিন উঠে এল তাঁর বায়োপিকের চর্চা। এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতা নিজেই একবার জানিয়েছিলেন যে তিনি তাঁর আত্মজীবনী নিয়ে কাজ করছেন। লিখছেন সেটা। সেই বইতে তিনি তুলে ধরবেন পাঞ্জাবের একটা গ্রাম থেকে বলিউডে আসার সফর। তিনি সেই সময় এও জানান, যদি কখনও তাঁর বায়োপিক হয়, তাতে তিনি কাকে দেখতে চান। অভিনেতার ইচ্ছে ছিল সলমন খান সেই চরিত্র করুন। ধর্মেন্দ্র জানিয়েছিলেন, 'সলমন খান এক এবং একমাত্র পছন্দ আমার বায়োপিকে আমার চরিত্রে অভিনয় করার জন্য।' এই কথা ভাইরাল হওয়ার পরেই তাঁর অনুরাগীরা মুখিয়ে রয়েছেন এটা দেখার জন্য যে বাস্তবে তাঁর সেই ইচ্ছে পূরণ হয় কিনা। ধর্মেন্দ্রর বায়োপিক আদৌ হবে কিনা, বা তাতে সলমন খানকে দেখা যাবে কিনা সেটা সময়ই বলবে। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ধর্মেন্দ্র বিগত কিছু সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। নভেম্বরের গোড়ার দিকে ভর্তি হন হাসপাতালে, ছিলেন ভেন্টিলেশনে। রটে যায় তাঁর মৃত্যু খবরও। যদিও সেই সময় সাময়িক সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। অবশেষে ২৪ নভেম্বর অমৃতলোকে পাড়ি দেন তিনি। ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে তাঁর স্মরণসভা।
প্রতি সপ্তাহে নিয়ম করে একদিন কাঁদেন অনীত পাড্ডা! কেন?
'সাইয়ারা' ছবির হাত ধরে খ্যাতি পেয়েছেন তিনি। এক ছবিতেই রীতিমত তারকা বনে গিয়েছেন অনীত পাড্ডা। কিন্তু এই আচমকা পাওয়া খ্যাতি, পরিচিতি সামলানো মুখের কথা নয় বলেই জানিয়েছেন তিনি। এই অতিরিক্ত ভালবাসা, সম্মান পাওয়ায় অভিভূত তিনি। জানালেন, তাঁর থেকে প্রত্যাশার পারদ চড়ে যাওয়া নিয়েও গর্বিত। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমি ভীষন সংবেদনশীল। প্রতিটি জিনিস আমি অত্যন্ত গভীর ভাবে অনুভব করি। তাই এত যে ভালবাসা পাই তার দায়িত্ব অনেক বেশি। মানুষের এই সমর্থন, ভালবাসা ধরে রাখার জন্য সঠিক কাজ করে যাওয়ার চাপও বেশি। এটা একটা আলাদা চাপ। সুন্দর, ভীষণই সুন্দর, কিন্তু কখনও কখনও তা অতিরিক্ত হয়ে যায়।' তাঁর অনুরাগীরা তাঁর ছবি, তাঁর এবং আহানের ছবি নিয়ে যেভাবে এডিট করে ছবি, ভিডিও বানান সেগুলোও সব দেখেন বলেই জানালেন অনীত পাড্ডা। সেই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমি প্রতি সপ্তাহে একদিন করে কাঁদি, আমার অনুরাগীরা যেভাবে আমার ছবি এডিট করে সেগুলো দেখে। ওদের এই ভালবাসা, চেষ্টা আমায় মুগ্ধ করে। আশা করব, ওদের এই ভালবাসা আমি ধরে রাখতে পারব।'
ড্রাগ কেসে তলব, জিজ্ঞাসাবাদের পরই জমিয়ে পার্টি ওরির! কাকে মধ্যমা দেখালেন?
সম্প্রতি ২৫২ কোটির মাদক মামলায় নাম জড়িয়েছে নেটপ্রভাবী ওরির। বুধবার তাঁকে তলব করা হয়েছিল মুম্বই পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেলের তরফে। সেখানে জিজ্ঞাসাবাদ পর্ব চলার কয়েক ঘণ্টার মধ্যে জমিয়ে পার্টি করার ভিডিও পোস্ট করতে দেখা গেল ওরিকে। তিনি যে ভিডিও পোস্ট করেছেন পার্টি করার সেখানে দেখা যাচ্ছে তিনি জমিয়ে নাচ করছেন, কখনও আবার ক্যামেরা দেখেই মধ্যমা দেখাচ্ছেন। এই ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'আমায় বাঁচতে দিন আমার মতো।' তাঁর পরনে একটি শিমারি পোশাক ছিল। আর ভিডিওর নেপথ্যে বাজছিল 'ডন' ছবির 'আজ কী রাত' গানটি। এই ভিডিওতে যখন এক নেটিজেন লেখেন, 'জেল থেকে কীভাবে এসব পোস্ট করছেন?' তার জবাবে ওরি লেখেন, 'জেলে ওয়াইফাই আছে।'
