নিজস্ব সংবাদদাতা: ভালবাসা যখন ধর্মের পথে বাঁধা হয়ে দাঁড়ায়, তখন সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে যায়? এই প্রশ্ন নিয়েই আসছে ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’-র নতুন সিরিজ ‘ধর্ম সংকট’, যেখানে মুখ্য ভূমিকায় জুটি বেঁধেছেন সত্যম ভট্টাচার্য ও রোশনি ভট্টাচার্য।
ভিক এবং শাহিন আখতার-এর পরিচালনায় এই সিরিজ বলছে এমন এক জুটির গল্প, যারা একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েও ধর্মীয় বিভাজনের মুখোমুখি হয়। সদ্য মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলর, যেখানে একের পর এক সংলাপে ধরা পড়েছে আজকের সমাজে প্রেম ও ধর্মের দ্বন্দ্ব।
ট্রেলারে দেখা যাচ্ছে, মৌসুমী (রোশনি) ও সৌভিক (সত্যম)—এই দুই চরিত্রের মধ্যকার সম্পর্ক ধীরে ধীরে ধর্মীয় সীমার টানাপোড়েনে জটিল হয়ে উঠছে। মৌসুমীকে বলতে শোনা যাচ্ছে— “বাড়িতে সব নিয়ম মানতে বলা হয়, কিন্তু আত্মা জিজ্ঞাসা করে—মানুষ কবে ভালবাসা বুঝবে?”
অন্যদিকে, সৌভিকের সংলাপ— “মৌকে চোখের সামনে দেখলে আমি সব নিয়ম ভুলে যাই।”
এই সংলাপগুলো শুধু প্রেম নয়, বরং ভালবাসার শক্তি ও সমাজের বাধা নিয়ে গভীর প্রশ্ন তোলে। এক পর্যায়ে মৌসুমী বলেন— “পুজো হোক বা ঈদ, সবেতেই তো বন্ধন, সুখ, আর ভালবাসা থাকে।” আর তখনই সৌভিকের প্রশ্ন— “যখন ধর্মই যদি ভালবাসার বাঁধা হয়, তখন?”
‘ধর্ম সংকট’ শুধু প্রেমের গল্প নয়, বরং এটা এক সামাজিক প্রশ্ন—ভালবাসা কি ধর্ম মানে? নাকি ধর্মই ভালবাসার পথে বাধা?
এই সিরিজে সত্যম-রোশনি ছাড়াও রয়েছেন শ্রীলেখা মুখোপাধ্যায়, সৌমন বোস, দীপক হালদার প্রমুখ। সিরিজটি প্রযোজনা করছে স্টোরি বোট প্রোডাকশনস এলএলপি, এবং সৃজনশীল প্রযোজক পথিকৃৎ সেনগুপ্ত।
এই মাসের ২৫ তারিখ, ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’-তে স্ট্রিমিং শুরু হবে ‘ধর্ম সংকট’-এর।
