সংবাদ সংস্থা মুম্বই: করণ জোহরের প্রযোজনায় ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন জাহ্নবী কাপুর। ঈশান খট্টর-কেও বলিপাড়া নতুন করে চিনেছিল এই ছবির সৌজন্যে।  এবার এল ‘ধড়ক ২’— তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। অসবর্ণ প্রেমের ট্র্যাজিক গল্পে চমকে উঠেছেন দর্শক, প্রশংসা কুড়িয়েছে জুটি, তবে ‘ব্রাউনফেস’ বিতর্কে কাঠগড়ায় ওঠানো হয়েছে ছবির নির্মাতাদের। জানা গিয়েছে, ১টি বা ২টি নয়, ১৬টি বড় পরিবর্তন করার পর ছবিটিকে সিবিএফসি কর্তৃক ইউ/এ সার্টিফিকেট দেওয়া হয়েছে! 

 

 

প্রায় ৩ মিনিটের ট্রেলারটি শুরু হয় বিষণ্ণ আবহে, যেখানে সিদ্ধান্ত ওরফে নীলেশ তাঁর প্রেমিকা (তৃপ্তি)কে বলছে, “তুমি আমাকে ভালবাসো তো? তাহলে আমার থেকে দূরে থাকো।” কিন্তু তৃপ্তির চরিত্র ‘বিধি’ কিছুতেই পিছিয়ে আসতে রাজি নয় তাঁদের সম্পর্কে। তাঁদের প্রেম শুরু হয় ল' কলেজে, যেখানে সাহসী ও তেজস্বিনী বিধির প্রেমে পড়ে সহজ-সরল নীলেশ। কিন্তু গল্পে বাধা আনে বিধির পরিবার, কারণ বিধি-নীলেশের সম্পর্কটি অসবর্ণ। দৃশ্যপটে আসে ‘অ্যানিমাল’ খ্যাত সৌরভ সচদেব -যাঁর নিষ্ঠুর অথচ শীতল স্বল্প উপস্থিতিতেই কেঁপে ওঠেন দর্শক।

 

আরও পড়ুন: পরভীন ববির চরিত্রে এবার তৃপ্তি! বড়পর্দা না কি ওটিটি, কোথায় দেখা যাবে সেই বায়োপিক?
 

 

নেটিজেনরা ট্রেলারের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। একজন লেখেন, “দারুণ ট্রেলার। আমি সিদ্ধান্তের ফ্যান না, কিন্তু এত খারাপ মন্তব্য শুনে ওর পাশে থাকতে ইচ্ছে করছে। আর তৃপ্তি তো পাহাড়ি ট্যালেন্ট, আশা করছি এটা হিট করবে।” আরও একজন যোগ করেন, “আহ! পুরনো সেই  তৃপ্তি-ই যেন আবার ফিরে এলেন।”

 

 

তবে, এক বড় অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক—সিদ্ধান্তের চরিত্রের গায়ের রং চাপা কেন? নিম্নবর্ণ বোঝানোর জন্য? এক নেটিজেন ক্ষুব্ধ মন্তব্য করেন,“ওই ব্রাউনফেসটা ছাড়া বাকি সব ঠিক ছিল। সত্যি বলছি, আদৌ কি দরকার  ছিল?” অন্যজন লেখেন, “বলিউড কি কখনও কোনও নিম্নবর্ণ বা দরিদ্র চরিত্র দেখাতে পারে, মুখে কালো মেক-আপ না লাগিয়ে?” প্রসঙ্গত, 'ধড়ক ২' আসলে তামিল ছবি ‘পরিয়েরুম পেরুমাল’ (২০১৮)-এর হিন্দি রিমেক। পরিচালক শরণ শর্মার এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১ আগস্ট।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 

 

 

এর পাশাপাশি, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিটি থেকে বাদ পড়েছেন দীপিকা পাডুকোন। আর এই নিয়ে কম জলঘোলা হয়নি। ছবিতে দীপিকার পরিবর্তে অভিনয় করতে চলেছেন তৃপ্তি দিমরি। এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে ‘অ্যানিমাল’ ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ছবির জন্য ২০ কোটি পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। তবে তৃপ্তি নিচ্ছেন ৪কোটি টাকা।

 

 

প্রসঙ্গত, তৃপ্তির আরও একটি ছবির খবর বেশ আলোচনায় রয়েছে। সাতের দশকের মধ্যভাগ থেকে আশির দশকের মাঝামাঝি পর্যন্ত জিনাত এবং পরভীন দু’জনেই পর্দায় সবচেয়ে আকর্ষণীয় নায়িকা ছিলেন। তাঁদের পোশাক-আশাকেও ছিল আলাদা চমক। অন্যরকমের বন্য সাহস। খবর, এবার সেই পরভীনের জুতোয় পা গলাতে চলেছেন তৃপ্তি দিমরি। সোজা কথায়, পরভীনের বায়োপিকে নামভূমিকায় দেখা যাবে তৃপ্তিকে। তবে বড়পর্দার জন্য নয়, ওয়েব সিরিজ হতে চলেছে এটি। সূত্রের খবর, নেটফ্লিক্সের জন্য এই সিরিজটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন সোনালী বোস। ইতিমধ্যেই নাকি সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে জোরকদমে। অন্যদিকে, তৃপ্তিও নাকি ডেট দিয়ে দিয়েছেন এই বায়োপিকের জন্য।