কখনও ব্যক্তিগত জীবন নিয়ে, আবার কখনও সামাজিক-রাজনৈতিক মন্তব্য ঘিরে বারে বারে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। এবার তাঁর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ফের শিরোনামে উঠে এসেছেন দেবলীনা। সম্প্রতি উমর খালিদ ও শারজিল ইমামের সমর্থকদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তিনি। আর তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।
ঘটনাটি শুরু হয় উমর খালিদ ও শারজিল ইমাম-এর জামিন সংক্রান্ত বিষয়কে ঘিরে। ২০২০ সাল থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এই দুই ছাত্রকর্মী এবং প্রাক্তন গবেষক। সুপ্রিম কোর্ট সম্প্রতি তাদের জামিনের আবেদন খারিজ করে। এই রায়ের পর দেশের বিভিন্ন প্রান্তে নানা মতামত সামনে আসে। কেউ আদালতের সিদ্ধান্তকে সমর্থন করেন, আবার কেউ সমাজমাধ্যমে অভিযুক্তদের সমর্থনে পোস্ট করতে থাকেন। এই আবহেই দেবলীনা ভট্টাচার্জী নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।
সেখানেই যারা উমর খালিদ ও শারজিল ইমামের মতো ব্যক্তিদের সমর্থন করছেন, তাঁদের চিন্তাধারা ও মানসিকতা নিয়ে তিনি কড়া ভাষায় প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্যে দেশ, দেশপ্রেম ও আদর্শের প্রসঙ্গ উঠে আসে। দেবলীনার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ইমামের একটি পুরোনো ভিডিও ভাগ করে দেবলীনা লেখেন, “বিশ্বাসঘাতকে ভরে গিয়েছে ভারত! ইমামদের মতো বিশ্বাসঘাতকদের সমর্থন করা হচ্ছে। শিক্ষিত হয়েও উগ্র মানসিকতা কাটিয়ে উঠতে পারে না।”
অভিনেত্রীর এই পোস্টের পর নেটিজেনদের প্রতিক্রিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ দেবলীনার বক্তব্যকে সমর্থন করেন। তাঁদের মতে, একজন পরিচিত অভিনেত্রী হয়েও তিনি নিজের মত স্পষ্টভাবে প্রকাশ করেছেন, যা সাহসিকতার পরিচয়। অনেকেই বলেন, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে তারকাদের মুখ খোলা উচিত।
অন্যদিকে, একাংশ নেটিজেন দেবলীনার মন্তব্যের কড়া সমালোচনা করেন। কেউ কেউ বলেন, একজন অভিনেত্রীর এ ধরনের রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। আবার কেউ তাঁর ব্যক্তিগত জীবন টেনে এনে কটাক্ষ করেন, যার ফলে বিতর্ক আরও বাড়তে থাকে।
উল্লেখ্য, উমর খালিদ ও শারজিল ইমামকে ঘিরে দীর্ঘদিন ধরেই দেশজুড়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক চলছে। তাঁদের সমর্থকদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি। অপরদিকে অন্যপক্ষের মতে, দেশের আইন ও নিরাপত্তার প্রশ্নে আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানো জরুরি।
