সত্য কী আর মিথ্যেই বা কী? আমরা চোখের সামনে যা দেখতে পাই তাই কি সত্যি? নাকি সত্যি আরও গভীরের লুকিয়ে থাকা কোনও ঘটনার আভাস? বাকি সবই কি মিথ্যার ছায়া? আমাদের ব্যক্তিগত বিশ্বাস!
রবীন্দ্রনাথ ঠাকুর আর তাঁর প্রিয় বৌঠান কাদম্বরীর এক কাল্পনিক কথন,যা সময়, কাল, প্রেম, মানুষ, ইতিহাস, সব কিছুর বাঁধনের বাইরে। হয়তো এ কথোপকথন কোনও দিন ঘটেনি। কিংবা হয়তো ঘটেছে। যাঁরা বিশ্বাস করেছেন, তাঁদের কান হয়তো আজও শুনতে পায় সেই সব কথোপকথন। আসলে আজ সত্যি বলার দিন নয়, আজ সেসব বলার দিন যা প্রয়োজনীয়,যা অবশ্যম্ভাবী,যা বর্তমান।তা ই ঐতিহাসিক এই দুই চরিত্রকে নিয়ে দেবলীনা কুমার এবং মনোজ মুরলী নায়ারের নিবেদন ‘যাহা বলিব মিথ্যা বলিব’।

দেবলীনা এবং মনোজ একটি ব্র্যান্ড শুরু করেছেন। নাম ‘আমোদিনী’। নাচ, গান, পাঠের মাধ্যমে প্রেমের এক অন্য দিক দর্শকের সামনে তুলে ধরছেন দুই শিল্পী। দেবলীনা বলেন, “'আমোদিনী' আমার কাছে একটা অনুভূতি। অনেকটা সন্তানের মতো বলা যেতে পারে। যেদিন প্রথম 'আমোদিনী'র জন্ম হল, সেদিন থেকেই মনে হয়েছিল, এই প্ল্যাটফর্মটায় এমন সব কাজ করব, যেটা সব সময় সকলের সঙ্গে করা যায় না। ঠিক করেছিলাম এখানে রবীন্দ্রনাথকে বিকৃত না করে নিরীক্ষামূলক কাজ হবে। গত এক বছরে আমোদিনী করে গিয়েছে।”

‘যাহা বলিব মিথ্যা বলিব’ প্রসঙ্গে তিনি বলেন, “এটি রবি ঠাকুর এবং তাঁর বৌঠান কাদম্বরী দেবীর মধ্যে এমন এক কথোপকথন, যা হয়তো কখনও হয়েছিল। বা হয়নি। মোট কথা, এই ঘটনা আদৌ সত্যি না মিথ্যে, আমরা জানি না। আমরা যাচাই করতে যাইনি। আমরা তা-ই বিশ্বাস করি, যা আমাদের বিশ্বাস করতে বলা হয়েছে। একটা অলীক কথোপকথন নিয়েই আমাদের প্রযোজন। আগের বারের মতোই তাতে থাকবে দু’জনের মধ্যে সংলাপ, নাচ এবং গান।”

মনোজের কথায়, “আমোদিনী আমার কাছে কী, সেটা যদি বলতে হয়, তা হলে বলব এটা আমার কাছে একটা আদরের জায়গা, আরামের জায়গা। আমি চাই এটা আমার কাছে জিরিয়ে নেওয়ার জায়গা হোক। যেখানে আরাম, আয়েশ করে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করা যাবে। কোনও বাধ্যবাধকতা থাকবে না। আমোদিনী আমার খুব ভালবাসার জায়গা। যেখানে আমি ছায়া পাই। যত্ন পাই।” ‘যাহা বলিব মিথ্যা বলিব’ মঞ্চস্থ হবে রবিবার উত্তম মঞ্চে সন্ধ্যা সাড়ে ছ’টায়।

অতীতে মনোজ সঙ্গে জুটি বেঁধে দেবলীনা এনেছিলেন 'লিখন তোমার'। তাতে 'লাভ লেটার' উপন্যাসের আদলের সঙ্গে যোগ হয়েছে রবীন্দ্রনাথের লেখা। প্রেমের চিঠির রেশ রেখে এই অনুষ্ঠানের চিত্রনাট্য লিখেছেন পরিচালক রাজর্ষি দে। 

অনুষ্ঠান প্রসঙ্গে, আজকাল ডট ইন-কে দেবলীনা বলেছিলেন, "আমার আর মনোজদার একটা ব্র্যান্ড শুরু করেছি, যার নাম 'আমোদিনী'। এই ব্র্যান্ডের প্রথম সংযোজন, 'লিখন তোমার'। নাচ, গান, পাঠের মাধ্যমে প্রেমের এক অন্য দিক উপভোগ করবেন দর্শক।"

তিনি আরও বলেছিলেন, "রবীন্দ্রনাথ মানেই প্রেম। আর তার সঙ্গে জুড়েছে রাজর্ষিদার লেখা। আমি বরাবরই নতুন কিছু দর্শককে উপহার দেওয়ার জন্য আগ্রহী। এবার সেই আশা পূর্ণ হতে চলেছে।"