সম্প্রতি ইম্পা জানিয়েছে ২ কোটি টাকার কম বাজেটের ছবি হলে সেই ছবি প্রাইম টাইম পাবে না। এই বিষয়ে বিস্তর জলঘোলা, চর্চা চলছে। কী মত দেবের? জানালেন আজকাল ডট ইন-কে। 

ইম্পার এই নতুন নিয়ম এবং সেটা নিয়ে তৈরি হওয়া বিতর্কে দ্বিধাবিভক্ত দেব। সেটাই জানিয়ে তিনি এদিন বললেন, "জটিল প্রশ্ন। দু'টো জিনিসই ভুল। ভুলটা কী হচ্ছে জানো? কেউ ভুল নয়, কিন্তু। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেকে আছেন যাঁরা একই সঙ্গে অভিনেতা, পরিচালক, প্রযোজক। আবার আমার মতো অনেকে আছেন যাঁরা লেখকের উপর নির্ভরশীল। ধরুন, গল্প পছন্দ হচ্ছেই না আমার, সেক্ষেত্রে সময় লাগতেই পারে। আমি যদি এই বছর পুজোয় ছবি না আনতে পারি, তাহলে আমি অপেক্ষা করব যাতে পরের পুজোয় ছবি নিয়ে আসতে পারি। কারণ বাকি ডেটগুলো তো বাকিরা নিয়ে নিয়েছে। এটা আমি তাও যদি ম্যানেজ করতে পারি, নতুন প্রযোজকরা তো আসবেই না। তাঁরা তো বলবে কোথায় ইনভেস্ট করব, কেন করব। ২ কোটি যদি বিনিয়োগ করতে হয়, সে তো দেড় কোটি অন্তত রিটার্ন চাইবে। এটা একটা দিক।" 

তবে তিনি এও জানান উৎসবেই সবসময় বড় বাজেটের ছবি আসে। তাঁর কথায়, "অবতার বড়দিনে আসছে। খাদান বড়দিনে এনেছিলাম, ৮ কোটি টাকার রঘু ডাকাত পুজোয় এসেছিল। এটাও (প্রজাপতি ২) লন্ডনে শুটিং করেছি, সেটাও বড়দিনে আসছে। বিষয়টা আসলে জটিল। সমস্যা হচ্ছে, শুরুর আগেই আমরা সেরা সময়গুলো নিয়ে নিলাম। আবার বলা হচ্ছে, ৬টা ছবি করলে ৩ টের জন্য সেরা সময় পাবে। এটা পুরোপুরি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে চলছে। এটা যদি সফল হয়, তাহলে ভাল। যদি না, ইন্ডাস্ট্রি অনেকটা মুখ থুবড়ে পড়বে। আমার প্রস্তাব ছিল যে এটা করবেন না। রিলিজ পুরোটাই নিজেদের বোঝাপড়ার ব্যাপার।" 

দেবের কথায় এদিন উঠে আসে সিনেমা হলের প্রসঙ্গও। তিনি বলেন, "সিনেমা হলকে তো বলা যাবে না যে এই ছবিকে কম ছবি দিও, ওটাকে বেশি। হল মালিকদের তো স্বাধীনতা দিতে হবে। এটা তাঁদের ব্যবসা। মানুষ যেটা দেখবে, তাঁরা সেই সিনেমাকে বেশি শো দেবেন। 

নতুন পরিচালকরা মরেই যাবে। আসতেই পারবে না। তাড়াহুড়ো না করে, সব দিকে বিবেচনা করে দেখতে হবে। আশা করব গভার্নিং বডিতে যাঁরা আছেন তাঁরা সেটা ভাববেন। সবাই যেন স্বাধীনতা পায়, আমি এটাই চাই।" 

প্রসঙ্গত, এই বড়দিনে মুক্তি পাচ্ছে 'প্রজাপতি ২'। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে দেবের সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, প্রমুখ।