টলিপাড়ার নানা চর্চা, সমস্যার কথা প্রকাশ্যে চলে আসে। কখনও কখনও আবার জান-প্রাণ লাগিয়ে কাজ করার পরও সামান্য কোনও ভুলচুকের জন্য কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেতা, অভিনেত্রীদের। সমাজমাধ্যমে চলে কটাক্ষের বন্যা। বিষয়টা ছবি বা সিরিজ/সিরিয়াল থেকে সমাজমাধ্যমের পোস্ট, পোশাক, যা কিছুই হতে পারে। এবার এই ট্রোলিং বা কটাক্ষের বিষয়ে মুখ খুললেন দেব।
ট্রোলিংয়ের প্রসঙ্গে এদিন দেব আজকাল ডট ইন-কে বলেন, "আমার কাছে বিষয়টা খুব স্পষ্ট। আমি আমার দর্শকের জন্য কাজ করি। এখানে থার্ড পার্টি কেউ বা কিছু নেই। যাঁরা সমালোচনা করছে তাঁরা আমার ছবি দেখে না। তাঁরা আমাকে অতিরিক্ত ভালবাসে তাই আমার সমালোচনা করছে। যেদিন আমার দর্শক বলতে শুরু করবে দেব চলছে না আর, দেবের আর ছবি করা উচিত নয়, দেবের ছবি থেকে অন্য ছবি ভাল, তখন আমার গায়ে লাগবে। সেদিন অবধি আমি অপেক্ষা করব। ততদিন আমি পরিশ্রম করে যাচ্ছি।"
দেব এদিন একই সঙ্গে বক্স অফিস রেষারেষি নিয়ে কথা বলেন। স্পষ্ট করে দেন কাউকে চ্যালেঞ্জ করার বদলে সকলকে নিয়ে চলতে চান ইন্ডাস্ট্রির স্বার্থে। সুপারস্টারের কথায়, "সেই সময় বা বয়সটা পেরিয়ে এসেছি। এখন সবাইকে নিয়ে চলার সময়। আজ থেকে ৮-৯ বছর আগে হলে, ধরো জিৎদার সঙ্গে যদি আমার ছবি রিলিজ করত, চাইতাম আমার ছবি যেন বেশি ভাল চলে। আমি নিশ্চিত, ও তাই চাইত। সেই সময়টা আমরা বা জিৎদার চলে গিয়েছে। আমার মনে হয় দু'জনেই এমন একটা বয়সে চলে এসেছি, যেখানে সবাইকে নিয়ে চলার মতো সময়। চ্যালেঞ্জ এখন কাজে দেবে বলে মনে হয় না। সহযোগিতাটা কাজে দেবে। এটা টিম ওয়ার্কের সময়। চ্যালেঞ্জ ছুঁড়লে আমার বা আমার ইন্ডাস্ট্রির সবথেকে বেশি ক্ষতি হবে।"
প্রসঙ্গত দেবকে আগামীতে 'প্রজাপতি ২' ছবিতে দেখা যাবে। বড়দিনের সময় মুক্তি পাবে এই ছবিটি। অভিজিৎ সেন পরিচালনা করেছেন। দেব ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, প্রমুখ। এই ছবির সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হবে অরিন্দম শীল পরিচালিত, কোয়েল মল্লিক অভিনীত 'একটি খুনির সন্ধানে মিতিন' এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং দিব্যজ্যোতি দত্ত, ইশা সাহা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রমুখ অভিনীত 'লহ গৌরাঙ্গের নাম রে'।
