নিজস্ব সংবাদদাতা: 'খাদান' মুক্তির পর থেকেই একের পর এক বিতর্ক বেড়েই চলেছে। সম্প্রতি দেব-অনুরাগীদের কুমন্তব্য ও অত্যাধুনিক প্রযুক্তিতে নকল করা ছবি নিয়ে পুলিশি সাহায্য নেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্ত্রী জিনিয়া সেন। দেব-অনুরাগীদের নানা মন্তব্যকে কেন্দ্র করে ক্রমশই টলিউডের অন্দরে ক্ষোভ বাড়ছে। অবশেষে এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন দেব। 

 


এদিন দেব লাইভে এসে বলেন, "খাদান এবং আমার অনুরাগীদের নিয়ে যা যা হচ্ছে তা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি কাউকে বা কারওর পরিবারকে নিয়ে ট্রোলিং একদম পছন্দ করি না। দেব নাকি অন্য কারওর ফ্যান ক্লাব, এই ঘটনা ঘটাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। ট্রোলিং এমন একটা জায়গায় চলে গিয়েছে, এখানে ব্যক্তিগত জীবন নিয়েও কুমন্তব্য করা হচ্ছে। আমি শুধু এটুকুই বলতে চাই এর সঙ্গে আমার বা আমার টিম, 'খাদান' বা 'খাদান'-এর টিম একেবারেই যুক্ত নয়। এর সঙ্গে আমাকে টানা হচ্ছে, 'খাদান'-এর টিমকে টানা হচ্ছে। কেউ কেউ বলছেন আমার অফিস থেকেই নাকি এরকম করানো হচ্ছে।"

 


তিনি আরও বলেন, "দেব কখনও কাউকে ছোট করে নিজে বড় হতে চায়নি। আমাকে যারা চেনেন, আমার কাছের মানুষেরা, শিল্পী ও কলাকুশলীরা তা৬রা সকলেই জানেন দেব এতদিন যা যা করেছে নিজেকে ব্যবহার করে করেছে, কাউকে তার জন্য ব্যবহার করেনি। যারা যারা ভাবছেন, এগুলো আমার খুব ভাল লাগছে, তা একেবারেই না। আমি সারাদিন খুব খাটছি, পরিশ্রম করছি, যাতে মানুষ আরও হলে আসেন, ছবিটা দেখেন। এটুকুই বলবো, আমি ট্রোলিং সাপোর্ট করি না। আমরা 'খাদান' সিঙ্গেল স্ক্রিন ট্যুর শুরু করেছি যাতে আরও মানুষ হলে এসে বাংলা ছবি দেখেন। ২০ কোটি থেকে যেন বক্স অফিস একদিন ৫০ কোটি হয়, সেই আশায় আছি। তাই জন্য 'খাদান' দেখুন, আরও অনেক বাংলা ছবি মুক্তি পেয়েছি সবক'টা হলে গিয়ে দেখুন।"