নিজস্ব সংবাদদাতা: 'খাদান'-এর জন্য জীবনের সবচেয়ে বড় লড়াইটা লড়ছেন দেব। তবে এই লড়াই শুধু তাঁর নিজের ছবির জন্য নয়। টলিউডকে বাঁচানোর জন্য বাংলা ইন্ডাস্ট্রিকে একজোট হওয়ার বার্তা দিলেন দেব। এই লড়াই যে শুধু তাঁর একার জন্য নয়, সেটাও বুঝিয়ে দিলেন।
দক্ষিণ কলকাতার একটি শপিংমলে হয়ে গেল 'খাদান'-এর গান মুক্তির অনুষ্ঠান। বুধবার সকালেই জানিয়েছিলেন অন্য ভাষার ছবির জন্য নিজের ছবির ক্ষেত্রে হল পাচ্ছেন না দেব। এদিন সরাসরি এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা। দেবের কথায়, "এই ছবির জন্য যে লড়াই আমি করছি, এত বছরে তা করিনি। তবে এই লড়াই শুধু আমার একার নয়, বাংলার প্রত্যেকটা মানুষ পাশে থাকলে তবেই জিতব। আজ সকালে ডিস্ট্রিবিউটরের পাড়ায় ছিলাম আমি, এডভান্স বুকিংয়ের টাইম ওপেন করছিল না। সেই সময় আমি লড়াই করে ওপেন করিয়েছি। তবে শুক্রবার যদি দর্শক হলে যান, তাহলে শনিবার এই ছবিটা পুরো বদলে যাবে, সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি। দর্শকদের হাতেই অনেক কিছু নির্ভর করছে। পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকের একজোট হওয়ার সময় এসেছে, বাংলা ছবি হলে গিয়ে দেখতে হবে দর্শককে। তবেই অনেক বেশি হল আমরা পাব।"
'খাদান'-এর জন্য বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে এক মাস ধরে প্রচার করেছেন দেব। ট্রেলার থেকে গান, সব ক্ষেত্রে দারুণ সাড়া পেলেও আশানুরূপ হল পায়নি এই ছবি। তবে বহু বছর বাদে এই ছবি ঘিরে বাংলার মানুষের যে উত্তেজনা তিনি দেখেছেন, সেক্ষেত্রে আশার আলো দেখতে পাচ্ছেন দেব।
