নিজস্ব সংবাদদাতা: এক বেলার মধ্যে গল্প ঘুরিয়ে দিল 'খাদান'। 'পুষ্পা ২'কে পিছনে ফেলে টিকিট বিক্রির ক্ষেত্রে এগিয়ে গেল দেব ও যীশু সেনগুপ্ত অভিনীত 'খাদান'। 

 

গতকাল সকালে হল না পাওয়ার কথা সকলকে জানিয়েছিলেন দেব, তবে হাল ছাড়েননি তিনি। লড়াই করে অগ্রিম টিকিট বুকিং শুরু করেন দেব নিজেই। তবে বিকেলেই ঘুরে যায় গল্প। অগ্রিম টিকিট বুকিং এর ক্ষেত্রে এক নম্বর ট্রেন্ডিংয়ে দেবের 'খাদান'।


সমাজ মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে দেব লেখেন, "সকালে শোয়ের জন্য লড়াই করছিলাম আর তিন ঘন্টার মধ্যেই ট্রেন্ডিংয়ে 'খাদান'। শুধু তাই নয় মুক্তির আগেই পাঁচ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কোনও উৎসবের মরশুম ছাড়াই এমন ঘটনা বাংলায় প্রথমবার। সবাইকে ধন্যবাদ, বাংলায় নতুন যুগের শুরু করতে চলেছে 'খাদান'।"

 

অন্যদিকে 'পুষ্পা ২'কে পিছনে ফেলে দিল এই ছবি। ৫০০০ বেশি টিকিট যেখানে বিক্রি হয়েছে খাদানের ক্ষেত্রে। সেখানে 'পুষ্পা ২'-এর টিকিট বিক্রির সংখ্যা ৪০০০ ছাড়ায়নি। অর্থাৎ নিজের পরিশ্রমের মাধ্যমে আল্লু অর্জুনকে পিছনে ফেলে এগিয়ে গেলেন দেব এবং অবশ্যই সঙ্গে থাকলেন যিশু সেনগুপ্ত। 'খাদান'-এ বহু বছর পর পুরনো অবতারে দেব। ইতিমধ্যেই এই ছবির 'কিশোরী' গানের ভিউ ছুতে চলেছে ২ কোটি। একদিনের মধ্যে ট্রেলারের ভিউজ ছাড়িয়েছে পাঁচ লক্ষেরও বেশি। তাই অনেক বাধা সত্বেও মুক্তির আগেই আশার আলো দেখতে পাচ্ছেন দেব।