ন'বছর অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। এই ছবি নিয়ে দর্শকের উত্তেজনার অপেক্ষা রাখে না। তবে জানেন কি রাণা সরকারের প্রযোজনায় 'ধূমকেতু'র আগেও আরও একটি ছবি করার কথা ছিল দেব-শুভশ্রী জুটির?

 

 

 

'ধূমকেতু' ছবির প্রচারের কাজ শুরু হলেও এখনও একসঙ্গে পাওয়া যায়নি এই জুটিকে। অনেকের প্রশ্ন ব্যক্তিগত কারণে কি তবে এই ছবির আগে একসঙ্গে দেখা যাবে না দেব-শুভশ্রীকে? তবে জানা গিয়েছে খুব শীঘ্রই ছবির প্রচারে একসঙ্গে দেখা যেতে চলেছে এক সময়ের জনপ্রিয় এই জুটিকে। জানা যায়, এই ছবির পর থেকে একে অপরের সঙ্গে কথা বলেননি দেব এবং শুভশ্রী। দেখা হয়তো হয়েছে বহু জায়গায়, তবে কথা হয়নি। 

 

আরও পড়ুন: বিরাট ক্ষতির মুখে টলিউড! ভয়াবহ অগ্নিকাণ্ড 'বুলেট সরোজিনী'র স্টুডিওতে 

 

এমনকী দেব একটি সাক্ষাৎকারে তো জানিয়েছিলেন, এত বছর পর শুভশ্রীর সঙ্গে দেখা হলে কী কথা বলবেন বা তাঁকে কী জিজ্ঞাসা করবেন তা তিনি জানেন না। তবে শুভশ্রী যেভাবে সংসার ও নিজের কাজ সামলাচ্ছেন তাতে তিনি খুব খুশি। দু'জনে যেন দু'জনের মতো ভাল থাকতে পারেন, এটাই চেয়েছেন দেব। 'ধূমকেতু'র আগে অনেকেই ভেবেছিলেন বিচ্ছেদের কারণে হয়তো আর ছবি করবেন না দেব ও শুভশ্রী। তবে 'ধূমকেতু' তৈরি হয়ে, যদিও মুক্তি পেতে সময় লেগে গেল এতগুলো বছর। 

 

 

 

মাঝে অবশ্য আর একসঙ্গে কাজ করেননি দেব এবং শুভশ্রী। তবে 'ধূমকেতু'র আগেও এই জুটির একটি ছবি হওয়ার কথা ছিল। প্রথমবার সেই কথা ভাগ করে নিলেন দেব। প্রযোজক রাণা সরকারের প্রযোজনায় একটি ছবি তৈরি হওয়ার কথা ছিল, যেখানে অভিনয় করার কথা ছিল দেব এবং শুভশ্রীর ও অন্যদিকে রাহুল এবং প্রিয়াঙ্কা। অর্থাৎ 'চিরদিনই তুমি যে আমার' ছবির পর ফের আবার জুটি বাধার কথা ছিল রাহুল-প্রিয়াঙ্কার। তবে অজ্ঞাত কোনও কারণে ছবির কাজ আর এগোয়নি। 

 

 

 

 

এমনকী এই ছবির লুক সেটও হয়ে গিয়েছিল। তবে শুটিং আর শুরু হয়নি। যদি শুটিং হয়ে যেত তাহলে হয়তো 'ধূমকেতু'র আগে এই ছবি দেখতে পেতেন দর্শক। অনেক দূর পর্যন্ত কথা এগিয়েও এই ছবির তৈরি না হওয়া নিয়ে আক্ষেপ রয়েছে দেবের। তবে তীব্র অপেক্ষার পর 'ধূমকেতু'র মুক্তি দেবের সব আক্ষেপ মিটিয়ে দিয়েছে। প্রথমবার 'ধূমকেতু'র মাধ্যমে দেব- শুভশ্রী জুটিকে দর্শক দেখবেন একদম অন্য রূপে। 

 

 

 

এই ছবি মানে দেব এর কাছে শুধুই আবেগ। প্রথমত দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রথম ছবি 'ধূমকেতু'। যদিও প্রথম ছবি হিসেবে মুক্তি পায় 'চ্যাম্প'। তবে এই ছবির পর কেন আর দেব-শুভশ্রীকে দেখা যায়নি সেই কারণ অজানা। তাঁদের কথায় অবশ্য, ভাল গল্প পেলে হয়তো তাঁরা ছবি করতেন এবং ভবিষ্যতেও করবেন। এমনকী প্রযোজক রাণা সরকার জানিয়েছেন 'ধূমকেতু' যদি দর্শক ঠিকমত হলে গিয়ে দেখেন, তাহলে আগামী বছর আবার এই জুটিকে ফেরাবেন তিনি। দেবকে সামনে রেখে এই কথা দিয়েছেন প্রযোজক রাণা সরকার।