দেব-শুভশ্রী, দেব-কোয়েল, দেব-শ্রাবন্তী। টলিউডের এক সময় বহুল চর্চিত পর্দার জুটি। তখন ধরে নেওয়া হত, এই জুটিগুলির যে কোনও একটিকে পেলেই বক্স অফিসে সাফল্য নিশ্চিত। বাস্তবেও তা–ই হয়েছিল। তাঁদের পরপর হিট ছবির দীর্ঘ তালিকাই সেই সোনালি সময়ের প্রমাণ। তবে সময় বদলেছে। সেই ‘জুটি’র চল আজ টলিউডে সেভাবে নেই বললেই চলে। সেই চিরাচরিত ছক ভেঙে বেরিয়ে এসেছেন দেব নিজেও। এখন অবশ্য নায়িকা হিসাবে উঠে আসে একের পর এক নতুন মুখ। সেই ফর্মুলায় ছবিও হিট! কিন্তু কেরিয়ারের দীর্ঘ পথ পেরিয়ে এসে কি ‘জুটি’-তে অরুচি নায়কের?

আজকাল ডট ইন-কে দেব বলেন, “এখন জুটিকে কেন্দ্র করে ছবি হয় কোথায়? জুটি মানে ছবিতে ভাল গান থাকতে হবে। রোম্যান্টিক দৃশ্য থাকতে হবে। শাহরুখ-কাজলকে তো আমার রোম্যান্স করতে দেখেছি। দেব-শুভশ্রী, দেব-কোয়েল বা দেব-শ্রাবন্তী জুটির ক্ষেত্রেও তা-ই দেখেছি। এখন সেই ধরনের ছবিই হয় না। অনেক বছর পর ‘খাদান’ হল। ওই ছবির ‘কিশোরী’ গানটা এখনও ভাইরাল।”

কেরিয়ারের শুরুতে প্রেমের ছবি করেই সাফল্য মিলেছে। দেবের নামের ‘রোম্যান্টিক হিরো’র তকমা আজও অমলিন। তবে সময়ের সঙ্গে নিজের পরিধি বিস্তার করে অন্যান্য বিষয়ভিত্তিক ছবিতেও নিজেকে মেলে ধরেছেন নায়ক। সাফল্যও এসেছে। তবে আগের মতো নতুন করে আর কোনও সুপারহিট জুটি তৈরি হয়নি পর্দায়। দেব মনে করেন, বর্তমান সময়ে শুধু মাত্র নায়ক-নায়িকাকে কেন্দ্র করে প্রেমের ছবির সংখ্যা কমে গিয়েছে। তবে নায়ক-পরিচালকের যুগলবন্দিও যে সফল জুটি হতে পারে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, “এখন জুটিটা অন্য রকম। এখন অভিনেতা-পরিচালকের জুটি হয়ে গিয়েছে। অভিনেতার সঙ্গে প্রযোজকেরও জুটি হয়ে গিয়েছে।”

‘প্রজাপতি ২’-র হাত ধরেই অনেক দিন পর ফিরেছে আরও এক জুটি। দেবের ছবিতে আরও একবার জাদুকাঠি ছুঁইয়ে দিয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুর। এক সময় দেবের অধিকাংশ ছবিতে গান তৈরির দায়িত্ব থাকত জিতের কাঁধে। যার রেশ আজও কাটিয়ে উঠতে পারেননি তাঁদের অনুরাগীরা। নায়ক বলেন, “জিৎদা একজন লিভিং লেজেন্ড। আমি খুব খুশি যে, জিৎদা ‘প্রজাপতি ২’-এর মতো ছবিতে এসে তার স্কেল আরও বাড়িয়ে দিয়েছে। অনেক মানুষ যাঁরা ওঁর গানের ভক্ত বা সেই নস্টালজিয়া ঘেরা জিনিসগুলো নিয়ে চর্চা করতে ভালবাসে, তাঁদের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ হয়েছে।”