বিগত কিছু মাস ধরে দেব, রুক্মিণী মৈত্রকে নিয়ে যেন চর্চা থামছেই না! মাঝে আচমকাই রটে যায় টলিউডের এই পাওয়ার কাপলের মধ্যে নাকি দূরত্ব বেড়েছে। দেবের উপর অভিমান করেছেন রুক্মিণী মৈত্র। 'রঘু ডাকাত' ছবির প্রচার পর্বে, প্রিমিয়ারে নায়িকা গরহাজির থাকায় এই জল্পনা রটে। তবে এদিন সুপারস্টার যে পোস্ট করলেন তাতে কি উসকে গেল তাঁদের দূরত্বের জল্পনা?
ভাবছেন কী ঘটেছে? রুক্মিণী মৈত্র তাঁর জন্য পাত্র খুঁজছেন। আর ফলাও করে সেই বিষয়ে বিজ্ঞাপনও দিয়েছেন। প্রেমিকা পাত্র খুঁজতেই, তাঁকে খোঁচা মারার অবকাশ ছাড়লেন না দেব। শুধু তাই নয়, ঈশ্বরকে ধন্যবাদও জানান তিনি। তবে সবটাই কিন্তু ছবির প্রচারের জন্য, বাস্তবে নয়।
বাস্তবে দেব, রুক্মিণী মৈত্রর জুটি বহাল তবিয়তে আছে। আর তাই তো প্রেমিকার ছবির প্রচারে সামিল হলেন দেবও। রুক্মিণী মৈত্রর আসন্ন ছবি :হাঁটি হাঁটি পা পা'-তে ফুটে উঠবে বাবা মেয়ের গল্প। ছবিতে অভিনেত্রীর বাবার ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিত ওরফে দীপক চক্রবর্তীকে। তিনিই মেয়ের জন্য 'পাত্র চাই' -এর বিজ্ঞাপন দিয়েছেন। সেই বিজ্ঞাপনে লেখা হয়েছে, 'পাত্র চাই, পঃ বঃ ব্রাহ্মণ ২৭/ ৫'১০। ফর্সা, স্লিম, সুদর্শনা, চাকুরীজীবী পাত্রীর জন্য অবিলম্বে উপযুক্ত কলকাতা নিবাসী শিক্ষিত প্রতিষ্ঠিত সুপাত্র চাই।' একই সঙ্গে। এই বিজ্ঞাপনে লেখা হয়েছে, 'কারও সন্ধানে থাকলে সত্বর যোগাযোগ করুন।' সঙ্গে দেওয়া রয়েছে একটি নম্বর এবং রুক্মিণীর ছবি।
এদিন এই বিজ্ঞাপনের ছবিটি শেয়ার করেন দেব। মজা করে লেখেন, 'ঈশ্বর সদয়।' একই সঙ্গে খোঁচা মারতেও ছাড়েন না প্রেমিকাকে। লেখেন, 'পেলে, জানিও।' রুক্মিণী নিজেও দেবের এই পোস্ট শেয়ার করেছেন। লেখেন, 'হে ঈশ্বর! অপেক্ষা করো।'

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে 'হাঁটি হাঁটি পা পা'। চিরঞ্জিত চক্রবর্তী, রুক্মিণী মৈত্র অভিনীত এই ছবির পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঞ্জনা বসু, তুলিকা বসু, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য প্রমুখ। বড়পর্দায় এই ছবি মুক্তি পাওয়ার আগেই গোয়ায় ৫৬তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় :হাঁটি হাঁটি পা পা'। সেই অনুষ্ঠানের ছবি খোদ অভিনেত্রী ভাগ করে নেন। তাতেও দেব মন্তব্য করেছিলেন। লিখেছিলেন, 'তোমার জন্য গর্বিত। আর হ্যাঁ, আমিও পাত্রী খুঁজছি আমার জন্য।' তাঁদের এই খুনসুটির মধ্যেও অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন, বাস্তবে কবে তাঁরা দু'জন গাঁটছড়া বাঁধেন তার জন্য।
