২০২৫ সালে 'ধূমকেতু' ছবির হাত ধরে কামব্যাক হয়েছে 'দেশু' জুটির। ২০২৬ সালের পুজোয় নতুন করে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত এই জুটি। ইতিমধ্যেই নতুন বছরের প্রথম দিনই সেই ঘোষণা করেছেন দেব। একই সঙ্গে ঘোষণা করেছেন 'খাদান ২' ছবিটির। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছে, তবে কি 'দেশু' জুটির মতোই 'পাগলু' জুটিও কামব্যাক করতে চলেছে? সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট প্রযোজিত ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি 'খাদান' ছবির পরবর্তী ভাগে থাকছেন কোয়েল মল্লিক? কী জবাব দিলেন দেব? 

'খাদান' ছবিতে দেবের দ্বৈত চরিত্র দেখা গিয়েছিল। সেখানে তাঁর নায়িকা হিসেবে ছিলেন বরখা বিস্ত এবং ইধিকা পাল। এবার জল্পনা অনুযায়ী কি তবে 'খাদান ২' ছবিতে ইধিকা আউট, এবং এন্ট্রি নিচ্ছেন কোয়েল? জল্পনার আগুনে ঘি ঢেলে 'প্রজাপতি ২' ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের পর দেব বলেন, "আমি তো ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ভীষণ ভাল লাগবে। ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। ম্যাডাম আগে স্ক্রিপ্ট শুনবে। ম্যাডামের জন্য স্ক্রিপ্ট লিখছি আমি। তবে, সত্যিই ওর সঙ্গে কাজ করতে পারলে আমার খুব ভাল লাগবে। এটা আমি ওকেও বলেছি। কোয়েল যদি হ্যাঁ বলে, খাদান ২-এ কোয়েলই থাকবে, আর কেউ থাকবে না।" 

'খাদান ২' -এর প্রস্তুতি কতটা? কবে আসবে এই ছবি জানতে চাইলে অভিনেতার অকপট জবাব, "খাদান ২' -এর জন্যও আছে অনেক কিছু। এক একটা ফেজ যায় এক একজন অভিনেতার, একটা ক্রিয়েটিভ মাইন্ডের ফেজ চলে যেখানে অনেক আইডিয়া মাথায় আসে। তাঁরা ভাবেন যে তাঁরা কী করতে চান, কী আরও করা যায় সেটা নিয়ে। আমারও এখন তেমনই একটা ফেজ চলছে যেখানে আমি আরও কিছু করতে চাই। আরও কিছু দিতে চাই। ভাল করতে চাই। সেখান থেকে আমি বলব একটু সময়, সুযোগ দিন।" 

দেব এদিন স্পষ্ট করে দেন যে তিনি কেন 'খাদান ২' ছবিটির জন্য সময় নিচ্ছেন। তাঁর কথায়, "২০২৫ সালটা অবশ্যই খুব খুব ভাল কেটেছে। সাধারণত, একজন অভিনেতার জীবনে এক বছরে ৩টে ব্লকবাস্টার হতে পারে না। তাও আবার একটা ছবি যেটা ১০ বছর পুরনো। সেটা ফিরে আসার পর যেভাবে ভালবাসা পেয়েছে সেটা বলার কথা নয়। সঙ্গে 'প্রজাপতি ২' এবং 'রঘু ডাকাত'ও প্রচুর ভালবাসা পেয়েছে। আমার জন্য আগামী বছরটা খুব চ্যালেঞ্জিং হবে। ২০২৫ -কে ছাপিয়ে যাওয়া কোনও সুপারস্টার বা মেগাস্টারের জন্য সহজ নয়। আমি জানি আমার দায়িত্ব কী, আমি জানি মানুষ আমাকে কতটা ভালবাসা দিয়েছে। সেটাকে আগলে রেখে কীভাবে আরও ভাল করব সেটা সহজ নয়। সেই প্রক্রিয়ার মধ্যে আছি, এটুকুই বলতে চাই।" 

প্রসঙ্গত, দেবকে দর্শক শেষবার 'প্রজাপতি ২' ছবিতে দেখেছেন। বক্স অফিসে এখনও বহাল তবিয়তে ব্যবসা করছে এই ছবি। এদিকে ২০২৬ সালের একদম গোড়াতেই ৪টি নতুন ছবির ঘোষণা করেন দেব। জানান চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে করিমূল হকের জীবনী অবলম্বনে তৈরি হওয়া 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। এছাড়া পুজোয় আসবে তাঁর এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির সপ্তম ছবি। যদিও ছবির নাম, পরিচালক কে হবেন এসব কিছুই ঘোষণা করেননি। অন্যদিকে 'টনিক ২' ছবিটির ঘোষণা করেছেন। এছাড়া 'খাদান ২' তো রয়েছেই।