আজকাল ওয়েবডেস্ক: দিঘার বুকে নবনির্মিত জগন্নাথ ধামের দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব ঘোষণামতো বুধবার দুপুর ৩টে ১১ মিনিটে লগ্ন মেনে মন্দিরের দ্বার উন্মুক্ত করেন মুখ্যমন্ত্রী। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠে দিঘা। উপস্থিত ছিলেন বাংলার চলচ্চিত্র ও সংগীত জগতের তারকারা।

এদিন মুখ্যমন্ত্রীর পাশেই দুধ-সাদা পাঞ্জাবিতে দেখা যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পাশেই ছিলেন সাংসদ-অভিনেতা দেব। তাঁর পরনে ছিল বাসন্তী রঙের পাঞ্জাবি। হাজির ছিলেন জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্রের মতো অভিনেত্রীরাও। সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, নচিকেতা, অদিতি মুন্সি। উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা দেব বলেন, "আমি একটাই প্রার্থনা করতে চাই, যেভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, মানুষকে বুদ্ধি দিন, শান্তি দিন। ধর্ম যেন মানুষকে বাঁচিয়ে রাখে, ধর্ম যেন মানুষকে আলাদা না করে। শান্তি চাই, দেশের প্রত্যেকটি মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে সকলে যেন ভাল থাকেন, সুস্থ থাকেন।"

প্রসঙ্গত আজ মুখ্যমন্ত্রী জানান, মন্দিরের প্রসাদ ও ছবি শুধু রাজ্যেই নয়, সারা দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই দায়িত্ব থাকবে রাজ্য সরকারের আইএনসি (ইনফর্মেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স) বিভাগের উপর।