টলিউডের দুই তারকা—জিৎ এবং দেব। দুই তারকার অনুরাগীদের মধ্যে রীতিমতো ঠান্ডা যুদ্ধ চলে আসছে বছরের পর বছর। কিন্তু এবার সেই প্রতিযোগিতায় একপেশে ব্যাট চালিয়ে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী। অকপটভাবে জানালেন, “দেব এখন অনেকটাই এগিয়ে, জিৎ বরং পিছিয়ে পড়েছে।”
১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'—দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। আর এই ছবিতেই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা তথা রাজনীতিবিদ চিরঞ্জিৎ।

চিরঞ্জিতের কথায়, “দেবের সময়টা এখন দুর্দান্ত যাচ্ছে। জিৎ বহুদিন বড় হিট দিতে পারেনি, ও কিছুটা পিছিয়ে গিয়েছে। কিন্তু দেব ক্রমাগত নিজের অভিনয়শৈলী উন্নত করছে, গল্প বেছে নিচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে। এই ছবিতে দেবকে আরও সৃষ্টিশীল, আরও পরিণত দেখতে পাবে দর্শক,”—বললেন তিনি।

তিনি আরও যোগ করেন, “যদিও ছবিটা এখন হলে আরও ভাল হত, কারণ এখনকার প্রযুক্তি এবং কলাকুশলীদের কাজ আরও নিখুঁত। তবে ৯ বছর আগেই আমরা দুর্দান্ত পরিশ্রম করে এই ছবি বানিয়েছিলাম। বরফের মধ্যে দাঁত কাঁপানো শুটিং—ভোলার নয়!”
দেব-শুভশ্রী জুটিকে ঘিরে উন্মাদনা নিয়েও মুখ খুলেছেন চিরঞ্জিৎ। বর্ষীয়ান অভিনেতার স্পষ্ট মত, “এই জুটি নিয়ে একটা ম্যাজিক তো আছেই। তবে প্রশ্ন হল— নয় বছর আগের এই ছবির জন্য দর্শকেরা কি এখনও হলমুখো হবেন? যদি হন, তবে এই জুটি ফের একসঙ্গে কাজ করুক—ইন্ডাস্ট্রির মঙ্গলেই।”
'খাদান' থেকে 'ধূমকেতু'—দেবকে নিয়ে বরাবর আশাবাদী চিরঞ্জিৎ। বলেন, “দেব মেইনস্ট্রিম ও ভলো সিনেমার ব্যালান্স করে। একদিকে পারিবারিক, অন্যদিকে অ্যাকশনধর্মী ছবি—দুটোই টানছে দর্শককে। খাদান তো দারুণ সাফল্য পেয়েছে। এবার 'ধূমকেতু'ও সুপারহিট হবে বলেই বিশ্বাস।”
তবে একটাই আক্ষেপ চিরঞ্জিতের—“এই ছবিটা যদি এখন তৈরি হত, তাহলে হয়তো আরও শক্তিশালী হত।” তবুও এই টিমের প্রতি তাঁর ভরসা পূর্ণ।
শেষ কথা, তারকাদের মধ্যে তুলনা হোক বা যুগলবন্দির মায়াজাল—চিরঞ্জিতের মন্তব্যে টলিউডে নয়া উত্তেজনার সঞ্চার ঘটেছে। এখন শুধু অপেক্ষা, 'ধূমকেতু' সত্যিই কতটা আলোকিত হয় টলিপাড়ার আকাশে!
