অভিমানের বরফ অবশেষে গলল। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোর মরশুমেই মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি। এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, তৈরি করছে এক ঐতিহাসিক নজির, যা টলিউডে তো বটেই, সম্ভবত বলিউডেও আগে কখনও দেখা যায়নি। দেব-শুভশ্রীর এই কামব্যাক ঘিরে এমন এক ঘটনা ঘটেছে, যা ইন্ডাস্ট্রির চোখ কপালে তুলেছে। নতুন করে ইতিহাস লিখতে চলেছে ‘দেশু’ জুটি।

ছবি মুক্তির এখনও প্রায় ১০ মাস বাকি, অথচ তার আগেই শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিং। যা নজিরবিহীন। অনলাইন টিকিটিং অ্যাপের মাধ্যমে এখনই ছবি দেখার ব্যবস্থা করে রাখতে পারছেন অনুরাগীরা। সোমবার লাইভে এসে এই চমকপ্রদ খবর নিজেই জানিয়েছেন দেব ও শুভশ্রী। ‘বুক মাই শো’ অ্যাপে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ‘দেশু৭’-এর টিকিট বুকিং। আপাতত ১৬ অক্টোবরের শো-এর টিকিট বিক্রি হচ্ছে বেছে নেওয়া কয়েকটি প্রেক্ষাগৃহে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, অ্যাপে চোখ রাখলেই দেখা যাচ্ছে আরডিবি সিনেমা, প্রিয়া সিনেমা, এসএসআর অজন্তা সিনেমা, রথীন্দ্র সিনেমার মতো একাধিক হলে সব টিকিট ইতিমধ্যেই হাউসফুল।

দেব জানিয়েছেন, এই ছবির পরিচালনার দায়িত্বও তিনি নিজেই সামলাচ্ছেন। তবে ছবির নাম, গল্প বা বিষয়বস্তু নিয়ে এখনও পর্যন্ত নির্মাতারা কোনও স্পষ্ট ধারণা দেননি। ট্রেলার, টিজার বা পোস্টারের মতো প্রচারমূলক জিনিসপত্র প্রকাশ পেতে এখনও যথেষ্ট সময় বাকি। অর্থাৎ এখন যা ঘটছে, তা শুধুমাত্র কোনও মার্কেটিং কৌশলের ফল নয়, বরং ‘দেশু’ জুটিকে ঘিরে দর্শকদের দীর্ঘদিনের আবেগ, নস্টালজিয়া। আর তার জোরেই মুক্তির বহু মাস আগেই টিকিট বিক্রিতে এমন অভাবনীয় সাফল্য নজির গড়ছে। দর্শকের এই উন্মাদনা প্রমাণ করে দেয়, তাঁদের প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশা ঠিক কতটা আকাশছোঁয়া।

যে ছবি ঘিরে এত আবেগ, ঠিক কেমন হবে সেটি? জুটিতে জবাব এল, “একটু ঝাল-নুন-মিষ্টি থাকবে। সব রকম স্বাদ থাকবে। ‘দেশু ৭’ রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলার ড্রামা!”  এখানেই শেষ নয়। দেবের তরফে আরও জানা গেল। তিনি বললেন, “৮-১০ জন মিলে এই ছবির চিত্রনাট্য লিখছে। মানুষকে ঠকাতে চাইছি না আমরা। আমাদের জন্য যে উন্মাদনা দর্শকের সেটা তো আমাদের কাছে আশীর্বাদস্বরূপ। নাম নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে। মাথায় চলছেও অনেক কিছু। ১ বৈশাখে আবার আসব লাইভে। সেদিন পুরো ছবির কাস্টিং নিয়ে ঘোষণা করব।”

মাঝখানে ব্যক্তিগত টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে বহু প্রতীক্ষার পর মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ আবারও প্রমাণ করে দিয়েছে যে, এই জুটির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। সেই কারণেই ফের পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। পুরনো রসায়নের নতুন অধ্যায় লিখতে।