বহু প্রতীক্ষার পর মুক্তি পেল দেব-শুভশ্রীর ছবি 'ধূমকেতু'। ১৪ আগস্ট সকাল থেকেই হলগুলোতে উপচে পড়ছে দর্শকের ভিড়। 'হাউসফুল বোর্ড' লেগেছে প্রায় প্রতিটি হলে। 'ধূমকেতু'র মুক্তির আগে নৈহাটির মন্দিরে দেবের জন্য মিলে গেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। আরও একবার পাশাপাশি দেখা গেল দেব-শুভশ্রী। রং মিলান্তি পোশাকে এদিন দু'জনে একসঙ্গে হাজির হলেন বড়মার মন্দিরে। দেব পড়েছিলেন লাল রঙের পাঞ্জাবি এবং শুভশ্রীকে দেখা গেল লাল রং-এর শাড়ির সঙ্গে মাথা ভর্তি সিঁদুর। 

 

তবে ভিড়ে শুভশ্রীকে আগলে রাখলেন দেব। হাত ধরে ভিড়ের মধ্যে দিয়ে মন্দিরে নিয়ে যাওয়া থেকে নিয়ে এসে আবার গাড়িতে তুলে দিলেন দেব। সব দূরত্ব যেন মুহূর্তের মধ্যে মুছে গেল এদিন। পুজো দেওয়ার মাঝে এবং পুজো দেওয়ার পর প্রায়ই কানে কানে গোপনে কথা বলতে দেখা গেল এই দুই তারকাকে। যে কথা হয়তো শুধুই তাঁদের জন্য। মন্দিরের ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে আলাদা করে দেখাও করেন এই দুই তারকা। এদিন বিন্দুমাত্র তাঁদের মধ্যে ছিল না জড়তা। কে বলবে প্রায় নয় দশ বছর তাঁদের মধ্যে কোনও কথা হয়নি? 

 

আরও পড়ুন: ‘মাইনষের থেইক্যা মকসদ বড়’- মুনির ফিরছে অঙ্কুশের বেশে! ভারত-বাংলাদেশ টানাপোড়েনে টানটান রক্তবীজ-২ এর টিজার

 

'ধূমকেতু'ই কি তাঁদের মধ্যে নতুন করে বন্ধুত্বের সেতুবন্ধন করল? এই প্রশ্ন তুলছেন অনেকেই। তবে এদিন শুভশ্রীকে সামলানোর পাশাপাশি রুক্মিণীর কথা এক মুহূর্তও ভোলেননি দেব। পুজোর সময় প্রিয়জনদের নামের মধ্যে রুক্মিণীর নাম নিলেন অভিনেতা। অন্যদিকে দেবের পেজ থেকে হওয়া এই লাইভ নিজেও দেখছিলেন রুক্মিণী মৈত্র। 'ধূমকেতু' যেন মুক্তির আগেই নতুন করে তৈরি করছে এক একটা গল্প। ফিরিয়ে দিচ্ছে অনেকের ছোটবেলা, উসকে দিচ্ছে বহু মানুষের স্মৃতি। এর আগে কোনও বাংলা ছবি নিয়ে এমন উন্মাদনা দেখেননি কেউ।

 


'ধূমকেতু' ছবির জন্য কি মুখোমুখি হবেন দেব-শুভশ্রী, এতদিনে দূরত্ব মুছে তাঁদেরকে একসঙ্গে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর নিজেরাই দিয়েছেন তাঁরা। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একসঙ্গে কথা বলার পাশাপাশি রোমান্টিক নাচ করতে দেখা গেছে তাঁদের। পুরনো তিক্ততা ভুলে ফের বন্ধু হয়েছেন তাঁরা। এদিন যেন সেই বন্ধুত্ব আরও জোরালো হল। ভিড়ের মধ্যে বন্ধুকে যেভাবে আগলে রাখতে হয়, শুভশ্রীকে সেভাবেই আগলে রাখলেন দেব।

 


অন্যদিকে, দু'জনেই নিজেদের পরিবারের জন্য পুজোও দিলেন। আসলে একথা সত্যি যে, ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্র তাঁরা একেবারেই ভুলে যাননি। অতীতে যাই সম্পর্ক থাকুক না কেন, এখন শুধুই তাঁরা সহ অভিনেতা ও অভিনেত্রী। তাই ছবির ভালর জন্য যা কিছু করা দরকার দু'জনেই তা করছেন। তবে দর্শক খুশি, তাঁদের পুরনো জুটিকে ফিরে পেয়ে। 'ধূমকেতু' ছবির জন্য অন্তত দেব-শুভশ্রীর মধ্যে থাকা মাঝের অদৃশ্য দেওয়াল যেন পুরোপুরি মুছে গেল। আগামীতে তাঁরা ছবি করবেন কিনা? এই প্রশ্ন করেছেন অনেকেই। দু'জনের উত্তর, ভাল চিত্রনাট্য পেলে কেন করবেন না? 

 

অন্যদিকে রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্র কে নিয়ে নানা চর্চা হলেও তাঁরাও কিন্তু 'ধূমকেতু'র জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন একাধিকবার। এমনকি এই ছবির গানে দেবের সঙ্গে রিলও বানিয়েছেন রুক্মিণী। তবে রাজ এবং রুক্মিণীকে যেভাবে কটাক্ষ করা হয়েছে, তাতে তাঁদের কাছে প্রযোজক হিসেবে ক্ষমাও চেয়ে নিয়েছেন দেব। এখন শুধু 'ধূমকেতু'র সাফল্য উদযাপনের অপেক্ষায় তারকারা।