নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পুজোর তিথিতে মহরৎ সম্পন্ন হল দেব-সোহিনী-অনির্বাণের আগামী ছবি 'রঘু ডাকাত'-এর। এসভিএফ-এর অফিসে আয়োজিত সেই শুভ মহরৎ-এর বিভিন্ন মুহূর্ত রইল‌ আজকাল ডট ইন-এ।

একটি ছবিতে দেখা যাচ্ছে 'রঘু ডাকাত' ছবির ক্ল্যাপস্টিক দু'দিক থেকে ধরে হাসিমুখে পোজ দিচ্ছেন দেব এবং অনির্বাণ ভট্টাচার্য। এর আগে দেব অভিনীত 'গোলন্দাজ' ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল অনির্বাণকে। খবর, 'রঘু ডাকাত'-এ প্রধান খলচরিত্রে রয়েছেন তিনি-ই। 'রঘু ডাকাত'-এর মহরতে দেবকে দেখা গেল অল হোয়াইট লুকে। সাদা রঙের শার্ট বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনে। সঙ্গে অ্যাসিড ওয়াশ ডেনিম। আর সাদা পাঞ্জাবি গায়ে অনির্বাণ ভট্টাচার্য।

 

 

অন্য একটি ছবিতে দেখা গেল ইধিকা পাল হাসিমুখে আঁকড়ে রয়েছেন ক্ল্যাপস্টিক। 'খাদান'-এর পর দেবের 'কিশোরী' যে এবার 'রঘু ডাকাত'-এও পা রাখছেন, তা সদ্য জানিয়েছিলেন দেব নিজেই। একাধিক ছবিতে ধরা পড়েছে মজার কিছু মুহূর্ত-ও। একটি নকল খড়গ হাতে তুলে উদ্যতভাবে যেমন পোজ দিয়েছেন দেব, তেমনভাবে দেখা গিয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কেও। 'রঘু ডাকাত'-এ অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই বর্ষীয়ান অভিনেত্রীকে। এছাড়াও 'রঘু ডাকাত'-এর গোটা ইউনিট একসঙ্গে ছবি তুলেছে, দেবী মূর্তির পাশে দাঁড়িয়ে। সেখানে ছবির কলাকুশলীদের সঙ্গে দেখা গিয়েছে ছবির অন্যতম প্রযোজক শ্রীকান্ত মোহতাকে। রয়েছেন দেবের বাবা গুরুপদ অধিকারী-ও।

 

প্রসঙ্গত , নতুন বছরের পয়লা দিনে এই ছবির ঘোষণা সেরেছিলেন স্বয়ং দেব। জানিয়েছিলেন, চলতি বছরেই আসছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'রঘু ডাকাত'। সঙ্গে প্রকাশ করেছিলেন ছবির একটি ঝাঁ চকচকে টাটকা পোস্টার। 

 

উল্লেখ্য, ২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শুটিং শুরু করা যায়নি। তবে, এবার তা হল।