টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে অন্য ধারার ছবি। বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি হচ্ছে একের পর এক বাংলা ছবি। হিসাব মিলিয়ে দেখতে গেলে নজরে পড়বে দর্শক মহলে এই ধরনের ছবির চাহিদা এখন তুঙ্গে। 

 

 


ত্রিকোণ প্রেম ও প্রতিশোধের নতুন গল্পে আসছেন একগুচ্ছ তারকা অভিনেতা অভিনেত্রী। পরিচালক সায়নদীপ চৌধুরী নিয়ে আসছে তাঁর নতুন ছবি 'তোমাকে বুঝি না প্রিয়'। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুজন মুখোপাধ্যায়।

 

 

জমজমাট থ্রিলারের মোড়কে নতুন স্বাদের গল্প বলবে এই ছবি। এক কথায় প্রেমের ত্রিকোনমিতি, খুন, যা কোর্ট রুম ড্রামায় গিয়ে শেষ হচ্ছে। ছবিতে সম্পর্কের গল্প দেখা যাবে। জানা যাচ্ছে, কিঞ্জল নন্দ ও সুহোত্র মুখোপাধ্যায় এর চরিত্র দুটি রয়েছে অনেক মোড়। 

 

আরও পড়ুন: দেবীপক্ষে প্রথমবার ছেলের মুখ দেখালেন পরম-পিয়া, কী নাম রাখলেন একরত্তির?

 

ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে সম্পর্কের তৃতীয় কোণে রয়েছে অভিনেত্রী দেবলীনা কুমার। ছবিতে সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন গোপী ভগৎ। সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন শ্রাবন ভট্টাচার্য। 

 

 

পরিচালক সায়নদীপ চৌধুরীর কথায়, "এই ছবিতে প্রতিটি চরিত্র খুব প্রানবন্ত। একটি চরিত্র অন্য একটি চরিত্রের সঙ্গে যুক্ত, যেটা এই ছবির সবচেয়ে বড় অস্ত্র৷ ছবিতে কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুজন মুখোপাধ্যায় সবাই নিজেদের চরিত্রে খুব মানানসই। থ্রিলার ছবির নতুন স্বাদ দেবে এই ছবি৷ তবে এই ছবি শুধুমাত্র থ্রিলার নয়, এই ছবিতে সম্পর্ক, ভালবাসা, খুন, রহস্যে সবটাই রয়েছে। আশা করছি দর্শকদের ভাল লাগবে।"

 

 

ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে 'পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন'-এর ব্যানারে অনিল দেবনাথ এর প্রযোজনাতে। ইতিমধ্যে ছবির প্রি-প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে। কলকাতা শহর জুড়ে ছবির শুটিং শুরু হবে। খুব তাড়াতাড়িই বড়পর্দায় আসছে জমজমাট থ্রিলার ছবি 'তোমাকে বুঝি না প্রিয়।'