সংবাদসংস্থা মুম্বই: চলতি বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ঘোষণা করেছিলেন তাঁদের প্রথম সন্তান আসার খবর। সেখানেই তাঁরা আভাস দিয়েছিলেন এ বছরের সেপ্টেম্বরে সন্তানের আগমন। সন্তান জন্মের আগে গণপতি দেবের দর্শনে একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। অবশেষে গত রবিবার এল সুখবর। রবিবার সকালে মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা।
সেই খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেও দেখা যায় রণবীর-দীপিকাকে। তাঁদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বহু তারকা।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মেয়েকে নাকি বড় করার সময় ঐশ্বর্য আর অনুষ্কার দেখানো পথ বেছে নেবেন দীপিকা। এই দুই অভিনেত্রীই তাঁদের সন্তানদের বড় করার জন্য কোনও আয়ার সাহায্য নেননি। নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন সন্তানদের। এবার নাকি এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন দীপিকাও। কোনও আয়ার সাহায্য ছাড়াই মেয়েকে একা হাতে মানুষ করবেন অভিনেত্রী।
প্রসঙ্গত, এখন বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের শুটিং ফ্লোরে ফিরবেন বলে খবর। এদিকে, সন্তান আসার পরেই তাকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছেন দম্পতি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, বাবা জগজিৎ সুন্দর সিং ভবনানির সঙ্গে মিলিতভাবে মুম্বইয়ের সমুদ্র সৈকতের কাছাকাছি একটি বাড়ি কিনেছেন রণবীর। ১১৯ কোটি টাকার এই সম্পত্তিতে আর কিছুদিনের মধ্যেই নবজাতককে নিয়ে থাকতে শুরু করবেন রণবীর-দীপিকা। শাহরুখ খানের 'মন্নত'-এর পাশেই এবার হতে চলেছে এই তারকা রণবীর-দীপিকার নতুন বাসস্থান।
