সংবাদসসংস্থা, মুম্বই: রবিবার দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের কোল আলো করে এসেছে কন্যা সন্তান। বিয়ের ছ'বছরের মাথায় বাবা-মা হয়েছেন বলিউডের ‘পাওয়ার কাপল’।গণেশ চতুর্থীর দিন বাপ্পার আর্শীবাদ নিতে পৌঁছেছিলেন তাঁরা। এর পর দিনই মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। সেখানেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন পর্দার ‘পদ্মাবত’। 

রবিবার সুখবর পাওয়ার পরই তারকা জুটিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এরই মাঝে হাসপাতালে দীপিকার সঙ্গে তাঁর সদ্যোজাত সন্তানের একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে। স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের উৎসাহ উপচে পড়েছে। যদিও এখনও পর্যন্ত রণবীর-দীপিকার তরফে তাঁদের সন্তানের কোনও ছবি পোস্ট করা হয়নি। তবে কি সত্যি ওই ছবি দীপবীরের মেয়ের?  

ছবিতে দেখা গিয়েছে, শিশুকন্যাকে হাসপাতালের বিছানায় নিয়ে শুয়ে রয়েছেন দীপিকা। নবজাতককে নিয়ে মায়ের চোখে মুখে খুশির ঝলক,। যা নেটাগরিকদের মন ছুঁয়ে গিয়েছে। তবে  যা দেখা যায়, তা সবসময় সত্যি হয় না। তাহলে বিষয়টি একটি খোলসা করে বলা যাক। বাস্তবে দীপিকার ওই ছবিটি আসল নয়। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবিটি তৈরি করা হয়েছে। 

আজকাল চারদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জয়জয়কার। প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিঠি লেখা, কনটেন্ট নির্মাণের পাশাপাশি কৃত্রিম ছবিও তৈরি করা যায়। এআই মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের ছবি এত নিখুঁতভাবে তৈরি করতে পারে যে তা দেখে সন্দেহের উপায় থাকে না। যদিও মুখের সঙ্গে ঠোঁটের অসামঞ্জস্যতা, অস্বাভাবিক আকৃতি বা অদ্ভুত অবস্থান, চোখের চারপাশ ও কানের ওপরের অংশে ত্রুটি থাকলে বুঝতে হবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক তেমনই দীপিকার ছবিটিও এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। 

গত রবিবার দুপুর ১টা নাগাদ দীপবীরের সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসে। বিকাল গড়াতেই আনুষ্ঠানিকভাবে সেই বার্তা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন দম্পতি। একটি সোনালি রঙের রিবন দেওয়া পোস্টের সঙ্গে লেখা হয়-‘ওয়েলকাম বেবি গার্ল!!’ মাত্র আধ ঘণ্টাতেই এই পোস্টে হাজি হয় লক্ষাধিক মানুষের প্রতিক্রিয়া। উপচে পড়ে বলিউডের শুভেচ্ছা বার্তা।