সংবাদ সংস্থা, মুম্বই: গত সেপ্টেম্বর মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের জীবনে এসেছে কন্যা সন্তান। মেয়ের বয়স দু'মাস পেরোলেও একরত্তির ছবি বা নাম প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। দীপাবলিতে প্রথমবার সন্তানের পায়ের ছবি পোস্ট করেন দীপিকা। অপেক্ষার অবসান ঘটিয়ে জানান মেয়ের নামও।

সোশ্যাল মিডিয়ায় দীপাবলির সাজে একরত্তির পায়ের ছবি দিয়েছিলেন রণবীর-দীপিকা। জানান, মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। দুয়া নামের অর্থ প্রার্থনা। আরবি শব্দ ‘দোয়া’ থেকেই এসেছে দুয়া। যার আভিধানিক অর্থ হল প্রার্থনা। কন্যার নাম ‘দুয়া’ কেন রাখা হল, তার কারণও ব্যাখ্যা করেন অভিনেত্রী।

পর্দার ‘পদ্মাবত’ জানিয়েছেন,  ঈশ্বরের কাছে তাঁদের প্রার্থনার ফল হল তাঁদের মেয়ে। তাই ঈশ্বরের আশীর্বাদ হিসাবে মেয়ের এই নাম রাখলেন তাঁরা। মেয়ের নাম প্রকাশের পর এবার সারাদিন একরত্তি কী করে তা জানালেন মা দীপিকা। নতুন পোস্টে বাবা রণবীরকে ট্যাগ করে তিনি মেয়ের সারাদিনের ৮টি কীর্তির কথা প্রকাশ্যে আনেন।

দীপিকার কথায়, কখনও ছোট্ট দুয়া তার গোটা হাত দিয়ে মায়ের একটি আঙুল ধরে। কখনও তিনি মেয়ের নরম হাতে হাত বুলিয়ে দেন নায়িকা। মুখ হাঁ করে ঘুমায় একরত্তি, বিভিন্নভাবে ঘুম থেকে ওঠার সময় ভাঙে আড়মোড়া। সন্তানের ঘুমানোর বিভিন্ন ধরন নিয়ে দীপিকা বলেন, কখনও সে দু’হাত তুলে ঘুমোয়, কখনও আবার মায়ের পেটের উপর শুয়ে থাকে। এখানেই শেষ নয়, ইচ্ছে মতো জিনিস ধরে টানে, খিদে পেলে আবার যা পায় তাই চাটতে থাকে। 

মা হওয়ার পর থেকেই অন্তরালে দীপিকা পাড়ুকোন। বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন তিনি। ২০২৫ সালের মার্চ থেকে ফের শুটিং ফ্লোরে ফিরবেন বলে খবর। তবে এখন যে তিনি মেয়ের সঙ্গে সুন্দর সময় উপভোগ করেছেন, তা বেশ স্পষ্ট।