বলিউডের অন্যতম জনপ্রিয় অন-স্ক্রিন জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৫-র ‘তামাশা’-য়। প্রায় এক দশক কেটে গেলেও এই জুটির রসায়নের জাদু দর্শকের মনে তাজা। তাই বহু দিন ধরে ভক্তদের একটাই দাবি, “আর একটা ছবি হোক এই জুটিকে নিয়ে!”
এই আবেগই আরও একবার জ্বালিয়ে দিল এক ইনস্টাগ্রাম রিল, যেখানে কনটেন্ট ক্রিয়েটর সোনালিকা পুরি সরাসরি বলিউডের পরিচালক–প্রযোজকদের অনুরোধ করেছেন রণবীর-দীপিকা জুটিকে আবার কাস্ট করতে। রিলে তিনি বলছেন, “এত সবাই মিলে বলো সিনেমা চলে না, দর্শক প্রেক্ষাগৃহে আসে না। আগে ওদের একসঙ্গে কাস্ট তো করো! একসঙ্গে প্রকাশ্যে পাশাপাশি তাঁরা দাঁড়ালেই জনমানসে এত আগ্রহ তৈরি করে, বড়পর্দায় তাঁরা একসঙ্গে জুটি হিসেবে ফিরলে কী হবে ভাবতেই পারছি না!”

রিলটি ভাইরাল হওয়া মাত্রই চোখে পড়ে এক চমক -দীপিকা নিজে রিলটি লাইক করেছেন। আর সেই এক ক্লিকেই শুরু হয়ে গেছে নতুন জল্পনা। অনেকে লিখেছেন, “দীপিকাও এই বিষয়টি পছন্দ করছেন তাহলে”, আবার কেউ বলছেন, “রিলটাতে দীপিকা লাইক দিয়েছেন !! তার অর্থ একটাই- রণবীরের সঙ্গে ফের ছবিতে জুটি বাঁধতে তৈরি দীপিকা!” নেটপাড়ায় এমনই খুশির হাওয়া, মনে হচ্ছে ভক্তরা যেন এক নিঃশ্বাসে অপেক্ষা করছেন কোনও আনুষ্ঠানিক ঘোষণার।
গত কয়েক মাস ধরে গুঞ্জন চলছে, রণবীর নাকি পুনরুজ্জীবিত করতে চলেছেন আরকে স্টুডিও, আর সেখান থেকেই নাকি ঘোষিত হবে তাঁর পরবর্তী তিনটি ছবি। তার মধ্যে একটি ছবিতে তাঁর বিপরীতে থাকবে দীপিকা, এমন দাবিও করছেন কেউ কেউ। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বাস্তবে রণবীর ও দীপিকার গল্পও বলিউড–স্মৃতিতে গেঁথে থাকা অনন্য অধ্যায়। ‘বচনা অ্যায়ে হাসিনো’–র সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে চলেছিল বহু আলোচনা। দু’জনের ব্রেক-আপের পর এক দশক পেরিয়ে গেলেও তাঁদের অন-স্ক্রিন ম্যাজিক কমেনি একটুও। এখন দুই তারকারই স্বতন্ত্র সংসার। দীপিকা ২০১৮ সালে বিয়ে করেন রণবীর সিং-কে। তাঁদের মেয়ের নাম দুয়া। রণবীরের সংসারে আলিয়া ভাট ও তাঁদের কন্যা রাহা।
কেরিয়ারের দিক থেকে দু’জনই ব্যস্ত। দীপিকাকে শেষবার দেখা দিয়েছে সিংহম অ্যাগেইন-এ, আর তাঁর হাতে এইমুহূর্তে আছে শাহরুখ খানের কিং ও আল্লু অর্জুনের পরবর্তী ছবি। অন্যদিকে, রণবীর এখন ব্যস্ত ‘লভ অ্যান্ড ওয়ার’ এবং নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে।
