নিজস্ব সংবাদদাতা, মুম্বই: বলিউডে খুশির হাওয়া। আর কয়েক দিনের মধ্যে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর কোলে আসতে চলেছে দম্পতির প্রথম সন্তান। তারকা জুটির সংসারে নতুন অতিথি আসার অপেক্ষায় অনুরাগীরা। 

গত ২৯ অক্টোবর ইনস্টাগ্রামে ভক্তদের সুখবর শুনিয়েছিলেন পর্দার ‘রাম-লীলা’। এরই মাঝে সম্প্রতি রটেছিল, দীপিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু সেটি গুঞ্জন বলে পরে জানা যায়। তবে এবার শুভক্ষণ আসন্ন। কবে  এবং কোথায় জন্ম নেবে রণবীর-দীপিকার প্রথম সন্তান? সেই নিয়ে সামনে এল বড় তথ্য!

রণবীর-দীপিকার সংসারে দুই থেকে তিন হওয়ার অপেক্ষার আর মাত্র ক’দিন। কবে ভূমিষ্ঠ হতে চলেছে তারকা দম্পতির সন্তান? দীপিকা পাড়ুকোনের সন্তান প্রসবের সম্ভাব্য দিন জানা গিয়েছে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন দীপিকা। দক্ষিণ মুম্বইয়ের হাসপাতালেই পৃথিবীর আলো দেখবে রণবীর-দীপিকার সন্তান। সেক্ষেত্রে সময় খানিকটা এগিয়েও আসতে পারে। 

২০১৩ সালে সঞ্জয়লীলা বনশালির 'রামলীলা'র সেটে আলাপ হয়েছিল রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের। এরপর একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ক্রমে গাঢ় হতে থাকে প্রেম। ২০১৮ সালে ইতালিতে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকার। সাত বছর মা হচ্ছেন ‘পিকু’। আপাতত হবু সন্তানের জন্য ঘর সাজাতে ব্যস্ত দম্পতি। জীবনের এই অধ্যয় বেশ উপভোগ করছেন দীপিকা। যোগ্য সঙ্গ দিচ্ছেন রণবীরও। এই বছর কাজে ফিরবেন না বলিউডের ‘মস্তানি’। ২০২৫ সাল থেকে ফ্লোরে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। 

যদিও সন্তান জন্মের তারিখ নিয়ে এখনও দম্পতির তরফে কোনও বিবৃতি আসেনি। এখন শুধু দিন গোনার পালা। আর মাত্র কয়েকটা সপ্তাহ পরই নতুন অতিথি আসছে বলিউড দম্পতির ঘরে। সম্প্রতি সন্তান আসার আগে নতুন বাড়িও কিনে ফেলেছেন পর্দার ‘রাম-লীলা’। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর। শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর কাছেই তাঁদের বাড়ি। শেষ পর্যায়ে রয়েছে সেই বাড়ির কাজ। সন্তানকে নিয়েই দম্পতি নতুন বাড়িতে পা রাখবেন।