নিজস্ব সংবাদদাতা: ওটিটি-র পর্দায় পরিচালক রাজা চন্দের নতুন ওয়েব সিরিজ ‘বিভীষণ’ নিয়ে ধূমধাম শুরু। আর এই সিরিজেই এক নতুন অবতারে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে—এক গর্ভবতী মায়ের চরিত্রে! এই প্রথমবার সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন তিনি, আর শুরুতেই জমে উঠেছে জুটি।

 

তবে শুধু পর্দা নয়, বাস্তব জীবনেও ‘মা’ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দেবচন্দ্রিমা। সরাসরি জানালেন—“সারা জীবন অভিনয় করতে চাই না। একটা সময়ে এই জগৎ থেকে নিজেই সরে যাব। জীবনে আমি চাই একেবারে সাধারণ একটা সংসার, যেখানে একজন মানুষ থাকবে আমার পাশে—যিনি টাকা, পরিচিতি, পেশার ঊর্ধ্বে একজন সৎ, সম্মানজ্ঞান সম্পন্ন মানুষ।”

 

দেবচন্দ্রিমা আরও বলেন, “আমি মা হতে চাই। কারণ মা হওয়া কোনও অসুস্থতা নয়। মা হওয়া একটা আশীর্বাদ। বহু মায়েরা সন্তানদের সামনে রেখেই সংসার সামলাচ্ছেন। আমি সব সময়ই এমন একটা সাধারণ জীবন চেয়েছি।”

 

‘বিভীষণ’-এ নিজের চরিত্রের জন্য রীতিমতো সময় দিয়েছেন দেবচন্দ্রিমা। জানালেন, নিজের দিদির অন্তঃস্বত্তা অবস্থা দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি এবং তা দেখেই কিছু শিখেছেন -“এই সময়টাতে যেসব মানসিক ও শারীরিক পরিবর্তন হয়, সবটাই ফুটে উঠবে আমার চরিত্রে,” মন্তব্য অভিনেত্রীর।

 

এই ওয়েব সিরিজের মুক্তি নিয়ে রীতিমতো উত্তেজিত অভিনেত্রী। নিজের জীবনের সঙ্গে এমন একটি চরিত্রের মানসিক মেলবন্ধন যে কতটা গভীর, সেটাই স্পষ্ট তাঁর কথায়।