স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'। মধ্যবয়সের এক অন্যরকম প্রেমের গল্প দেখিয়ে দর্শকদের মন জয় করেছে সেই ধারাবাহিক। এবার জি বাংলাতেও আসছে মধ্যবয়সের এক দম্পতির অন্যরকম প্রেমের গল্প। আজকাল ডট ইন-এর তরফে আগেই জানানো হয়েছিল দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত নতুন ধারাবাহিকের জন্য জুটি বাঁধছেন। কিছুদিন আগেই সেই ধারাবাহিকের নাম এবং প্রোমো প্রকাশ্যে এসেছে।
দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত নতুন আসন্ন ধারাবাহিকের নাম 'কমলা নিবাস'। এই মেগায় দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তর দুই মেয়ের চরিত্রে দেখা যেতে চলেছে দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়কে। দেবাদৃতাকে এই গল্পে বড়মেয়ের চরিত্রে দেখা যেতে চলেছে। এর আগেও বিভিন্ন ধারাবাহিকে, বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। অন্যদিকে ছোটবোন হবেন সংহতি। তাঁকে দর্শক দেখেছিলেন 'অনুরাগের ছোঁয়া'য় 'রূপা'র চরিত্রে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে দু'জনের লুক সেট। আর কিছুদিনের মধ্যেই প্রোমো শুটিং হবে বলে খবর।
এই ধারাবাহিকের গল্প এগোবে শ্রীনিবাস গুহ এবং তাঁর স্ত্রী কমলাকে ঘিরে। শ্রীনিবাস নিছকই এক মধ্যবিত্ত মানুষ। সংসারের দায়দায়িত্ব পালন করতে করতে কখন যে তাঁর বয়স বেড়ে গিয়েছে বুঝতে পারেননি। বুঝতে পারেননি বাজারদরও কবে বেড়ে গিয়েছে। কিন্তু জীবনের এই প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েও তাঁর একটাই স্বপ্ন, তাঁর স্ত্রী কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া। নিজেদের একটা বাড়ি গড়ে তোলা। এই চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে।
অন্যদিকে ছাপোষা, সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ হলেন কমলা। সে পরিবারের মঙ্গল কামনা করতে মন্দিরে এসেছে পুজো দিতে। একই সঙ্গে পুরোহিতকে ৩ মেয়েদের কুষ্ঠী দিয়ে যান, ভাল পাত্র খুঁজে দেওয়ার জন্য। তাঁর একটাই স্বপ্ন, তিন মেয়েকে ভাল ঘর, বরে বিয়ে দেওয়া। মেয়েরা যেন সুখে সংসার করে। কমলার চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে।
দু'জনের স্বপ্ন দুই রকমের। কিন্তু তাও তাদের একে অপরের প্রতি ভালবাসা, টান, অমোঘ। এমন অবস্থায় দুজনের মধ্যে কার স্বপ্ন আগে পূরণ হয় সেটাই দেখার। তবে এখনও পর্যন্ত জানানো হয়নি 'কমলা নিবাস' ধারাবাহিকটির পথ চলা কবে শুরু হবে। ফলে এখনও স্পষ্ট নয়, কোন মেগার কপাল পুড়তে চলেছে।
