সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


স্নানঘরে গোপন কাজ তমন্নার!


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তমন্না ভাটিয়া জানান, তিনি স্নান করার সময় একটি গোপন কাজ করেন। তাঁর কথায়, "সারাদিনের কাজ সেরে স্নান করার সময় শরীরের প্রতিটি অংশ স্পর্শ করি এবং ধন্যবাদ জানাই। এই ঘটনাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ, আমার শরীরের প্রতিটি অঙ্গকে খুব ভালবাসি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের যে তারাও সঙ্গী, তাই তাদের ধন্যবাদ দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে।"


রণবীর-করিনা প্রসঙ্গে জাহান


কিংবদন্তি অভিনেতা শশী কাপুরের নাতি জাহান কাপুর বলিউডে অভিষেক করেছেন ওটিটির হাত ধরে। 'নেটফ্লিক্স'-এ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ 'ব্ল্যাক ওয়ারেন্ট'। সম্প্রতি, সিরিজের প্রচারে এক সাক্ষাৎকারে তিনি দাদা রণবীর কাপুর ও দিদি করিনা কাপুরকে নিয়ে কথা বলেছেন। তিনি জানান, করিনা বা রণবীর যখন কেরিয়ার শুরু করেছেন তখন তিনি অনেকটাই ছোট। ছোটবেলায় একসঙ্গে সময় কাটাতেও পারেননি। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ থাকলেও সেভাবে সখ্যতা নেই। 

 

মুক্তির প্রথমদিনেই বাজিমাত 'দেবা'র


৩১ জানুয়ারি মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'দেবা'। শাহিদ কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসে মুক্তি পেতেই বেশ কিছুটা কমল অক্ষয়ের ছবি 'স্কাই ফোর্স'-এর দাপট। অন্য দিকে প্রায় তলানিতে ঠেকেছে কঙ্গনা রানাউত অভিনীত 'ইমারজেন্সি'র আয়। প্রথমদিনেই শাহিদের 'দেবা' ৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর। আগামীতে টেক্কা দেবে বাকি ছবিগুলোকেও, এমনটাই আশা করছেন সমালোচকরা।