আজকাল ওয়েবডেস্ক: অভিনয়েও আছেন, বিতর্কেও আছেন। ৪৮ বছর বয়সেও নিত্য দিন ভক্তদের মনে ঝড় তোলেন শার্লিন চোপড়া। তবে শুধু রূপে ভক্তদের ভোলাননি তিনি, বারংবার বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। মূলত হিন্দি এবং তেলুগু ছবিতে অভিনয় করেছেন শার্লিন। তবে তাঁর খ্যাতি আসে ২০১২ সালে। আমেরিকার বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন প্লে বয়-তে ছবি প্রকাশের পর।

‘দিল বোলে হাড়িপ্পা’ ছবিতে শহীদ কাপুর, রানি মুখার্জি এবং অনুপম খেরের মতো অভিনেতাদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু জানেন কি, অভিনেত্রীর একটি মন্তব্য কাঁপিয়ে দিয়েছিল গোটা বলিউডকে?
প্রযোজক সাজিদ খানের সঙ্গে বিতর্কে জড়ান শার্লিন। অভিনেত্রীর দাবি, ২০০৫ সালে এপ্রিল মাসে বাবা মারা যাওয়ার পর সাজিদ তাঁকে স্ক্রিপ্ট শোনানোর নাম করে বাড়িতে ডাকেন। তার পর আচমকা নিজের পুরুষাঙ্গ বার করে বলেন, “তুমি কি এটা ছুঁতে চাও? ১০ এর মধ্যে কত দেবে আমার পুরুষাঙ্গকে? এতো বিরাট পুরুষাঙ্গ আগে দেখেছ?” শার্লিন সপাটে জবাব দেন, “আমি জানি পুরুষাঙ্গ কেমন হয়। এখানে আমি পুরুষাঙ্গ কেমন তা বুঝতে না তার রেটিং দিতে আসিনি।”
তাহলে এত বছর কিছু বলেননি কেন? শার্লিনের দাবি সাজিদ খুব বড় প্রযোজক এবং ক্ষমতাশালী। তাই তাঁর কথা কেউ বিশ্বাস করত না। প্রসঙ্গত শার্লিন একা নন, সংগীতশিল্পী সোনা মহাপাত্র-সহ অন্তত ৯ জন মহিলা একই ধরনের অভিযোগ করেছেন সাজিদের বিরুদ্ধে।