সংবাদ সংস্থা, মুম্বই: মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানো ও পথযাত্রীদের অসম্মান করার অভিযোগ উঠেছিল অভিনেত্রী রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে। সেই ঘটনায় নয়া ফ্যাসাদে নায়িকা। এবার পুলিশকে রবিনার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিল আদালত।
ঘটনার সূত্রপাত গত ২ জুন। মহসিন শেখ নামে এক সমাজকর্মী একটি ভিডিও পোস্ট করে রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে বান্দ্রায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ তোলেন। যদিও সেই ঘটনায় পুলিশের কাছে ছাড়পত্র পান অভিনেত্রী। মুম্বই পুলিশ জানায়, রবিনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিনেত্রীর চালক যখন গাড়ি দাঁড় করাচ্ছিলেন তথন চার জন ব্যক্তি এসে বচসা শুরু করেন। এরপরই বাঁধে ঝামেলা।
পরবর্তীকালে মহসিনকে মানহানির নোটিস পাঠান রবিনা। নায়িকা অভিযোগ তোলেন, টুইটারে মিথ্যে অভিযোগ করে ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। যার প্রেক্ষিতে পাল্টা আবার রবিনার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন মহসিন। নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তির দাবি, অভিনেত্রী তাঁকে 'অপরাধমূলকভাবে' ভয় দেখানোর চেষ্টা করেন এবং ভিডিওটি মুছে ফেলতে বাধ্য করেন। এমনকী ভয় দেখিয়ে, 'তোলাবাজি' করে রবিনা ১০০ কোটি টাকা দাবি করেন বলেও অভিযোগ তোলেন তিনি।
এখানেই শেষ নয়, ‘মোহরা’ছবির নায়িকার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, 'কুখ্যাত রাজনীতিবিদ, প্রভাবশালী গুন্ডা এবং মাফিয়াদের' নাম করে ভয় দেখানোরও। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই আদালত রবিনার বিরুদ্ধে পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছে।
