গণেশ চতুর্থীর ঠিক পরদিনই মুম্বই শহরে ধরা দিলেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার এক আলোচিত গণেশ মণ্ডপে পুজো দিতে পৌঁছেছিলেন তারকা দম্পতি। দু’জনেই সেজেছিলেন জমকালো ঐতিহ্যবাহী পোশাকে। প্রথমে দীপিকা ভক্তিভরে প্রণাম জানিয়ে প্রসাদ নিলেন, তার পরেই রণবীরও মাথা ঝুঁকালেন গণপতির সামনে। তবে খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসেন। সেই সময়ে অবশ্য সঙ্গে ছিলেন না তাঁদের এক বছরের কন্যা দুয়া।
কিন্তু আসল চমক লুকিয়ে ছিল রণবীরের লুকে। এক বছরেরও বেশি সময় ধরে নতুন ছবি ‘ধুরন্ধর’-এর শুটিংয়ের জন্য রাখা ঘন চাপদাড়ি ও কাঁধ ছাপানো চুল এবার পুরোপুরি কেটে ফেলে, তিনি ফের একেবারে ক্লিন শেভ লুকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর এই নয়া লুকের ভিডিও দেখে ভক্তরা একেবারে মুগ্ধ। অনেকেই লিখেছেন, “অনেক দিন পর ভিন্টেজ রণবীরকে দেখতে পাচ্ছি।” আবার এক ভক্ত মজা করে লিখলেন, “অবশেষে ব্যান্ড বাজা বারাত-এর রণবীর-লুক ফিরল, একে আমি অ্যাপ্রুভ করছি।”
অন্য এক নেটিজেনের মতে, এই চেহারাতেই রণবীর একেবারে মানিয়ে যেতেন বহুল আলোচিত ‘শক্তিমান’ প্রজেক্টে—যদিও সেই ছবির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
রণবীরকে ঘিরে এখন ভক্তদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে পরিচালক আদিত্য ধর-এর আসন্ন স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। ছবিতে রণবীরের পাশাপাশি থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন এবং সারা অর্জুন। মুক্তির তারিখ ঘোষণা হয়েছে—৫ ডিসেম্বর, ২০২৫। অন্যদিকে, দীপিকা সম্প্রতি যুক্ত হয়েছেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি-র বড় মাপের সহযোগী প্রজেক্টে।

যদিও মাত্র কয়েক মিনিটের জন্যই এদিন তাঁরা মণ্ডপে হাজির ছিলেন, কিন্তু সেই ঝলকই যথেষ্ট ছিল ভক্তদের মাতিয়ে তুলতে। দীপিকার চিরাচরিত সৌন্দর্য আর রণবীরের একেবারে নতুন-পুরনো রূপ দেখে সোশ্যাল মিডিয়া ভরে উঠল প্রশংসায়।
বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি যে এখনো অটোমেটিক স্পটলাইট কেড়ে নিতে পারেন, তা আবারও প্রমাণ হয়ে গেল এই গণেশ দর্শনের মধ্য দিয়ে।
প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ নিয়ে ফিরছেন রণবীর সিং। এবার একেবারে ভিন্ন অবতারে হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। কিছুদিন আগেই নেটনাগরিকদের রোষানলে পড়েছিল রণবীর। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের একটি দৃশ্য ভাইরাল যেখানে পাকিস্তানের পতাকা দৃশ্যমান। আর সেই দৃশ্য ঘিরেই দ্বিধাবিভক্ত নেটপাড়া। নেটিজেনদের একাংশের মতে, সিনেমার প্রেক্ষাপটের প্রয়োজনে পাক পতাকা ব্যবহার করা হয়েছে। কেউ আবার ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা দেখেই রেগে আগুন। আদিত্য ধরের ভাবনায় এই সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমার প্রেক্ষাপট এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি তবে কানাঘুষো পকিস্তানে ভারতের স্পেশাল এজেন্টের আবর্তেই গল্প বুনেছেন পরিচালক। সম্ভবত সেই কারণেোই শুটিং সেটে পাকিস্তানের পতাকার উপস্থিতি বলে মনে করছেন নেটিজেনরা। তাই এখন এই ঘটনার প্রভাবে উত্তাল নেটপাড়া। বহুল প্রতীক্ষিত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’-এর ট্রেলারকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ইউএ ১৬+ রেটিং দিয়েছে। জানা গেছে, ট্রেলারের মোট দৈর্ঘ্য হবে ২ মিনিট ৪২ সেকেন্ড। ছবিটি আগামী ৫ ডিসেম্বর, ২০২৫ মুক্তি পেতে চলেছে।
