'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি সেরা পাঁচ থেকে ছিটকে গেলেও সেরা ১০-এ এখনও জায়গা ধরে রেখেছে। গল্পেও আসছে একের পর এক চমক। বর্তমানে  আর্য এবং অপর্ণার বিয়ের পর্ব দেখানো চলছে। গায়ে হলুদের সময় থেকে ঘটছে একের পর এক ব্যাখ্যাহীন ঘটনা। এবার ফুলশয্যার সময় কোন ঝড় উঠবে আর্য অপর্ণার জীবনে? 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফুলশয্যার রাতে কাছাকাছি এসেছে আর্য অপর্ণা। স্ত্রীকে চোখ বন্ধ করিয়ে ঘরে নিয়ে আসে আর্য। এরপর গোলাপের পাপড়ি দিয়ে স্ত্রীকে ভরিয়ে দেয় নায়ক। ভালবেসে সলজ্জ ভাবে আর্যকে জড়িয়ে ধরতে গিয়ে আয়নার দিকে তাকায় অপর্ণা। আর তাতেই চমকে ওঠে অপর্ণা। আয়নায় নিজের জায়গায় রাজনন্দিনীকে দেখতে পায় সে। দেখে সে নয়, তার জায়গায় রাজনন্দিনী আর্যকে জড়িয়ে আছে। ভয়ে ছিটকে যায় সে। প্রশ্ন করে ওখানে কে? কে জড়িয়ে রয়েছে আর্যকে? কিন্তু জবাব পায় না। এদিকে আর্যও কিছু দেখেনি। ফলে সে জানতে চায় কী ঘটেছে? যখন বোঝে সবটাই অপর্ণার মনের ভুল, তখন স্ত্রীকে বোঝায় কেউ নেই, আশ্বস্ত করে। বলে, তাদের মাঝে কেউ আসবে না কখনও। আর সেই সময়ই আচমকা আয়নাটা ফেটে যায়। ভেঙে পড়ে যায় মাটিতে। চমকে ওঠে নায়ক, নায়িকা। 

আর্য অপর্ণার ফুলশয্য়ার এই বিশেষ পর্বটি আগামী ৬ জানুয়ারি দেখানো হবে। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি রোজ সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখা যায়। অতীত সামনে এসে দু'জনের জীবনে কোন আলোড়ন ফেলে এখন সেটাই দেখার। তবে আপাতত বিয়ের প্রতিটি আচার, অনুষ্ঠানেই এভাবেই রাজনন্দিনী না থেকেও সামান্য হলেও সমস্যা তৈরি করে চলেছে।

এই প্রোমো প্রকাশ্যে আসতেই অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি জানিয়েছেন, 'এই ধারাবাহিকটি যদি ৬.৩০টার বদলে রাত আটটায় হতো তাহলে বেঙ্গল টপার হতোই।' আর এক ব্যক্তি লেখেন, 'অতীত, বর্তমানের আসা যাওয়ার মাঝে আর্য, অপর্ণার নতুন পথ চলা শুরু। দারুণ লাগছে গল্প।' তৃতীয় এক ব্যক্তি লেখেন, 'অপু আর রাজনন্দিনী কি এক? নাকি ওটা ওর ভূত?' 

প্রসঙ্গত, এই সপ্তাহে টিআরপি তালিকায় আট নম্বরে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। চলতি সপ্তাহে এর প্রাপ্ত নম্বর ৫.৯।