নিজস্ব সংবাদদাতা: তাঁর বহু বছরের স্বপ্ন ছিল ফেলুদা হিসাবে পর্দায় হাজির হওয়ার। সে স্বপ্নপূরণ না হলেও এবার ফেলুদা সিরিজে দর্শকের সামনে আসতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। চলতি মাসেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হবে। ফেলুদার 'রয়েল বেঙ্গল রহস্য উপন্যাস অবলম্বনেই তৈরি হবে এই সিরিজ। এই সিরিজের হাত ধরেই আরও একবার ফেলুদা, তোপসে এবং জটায়ু-র ভূমিকায় ফিরছেন ফিরছেন যাথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র এবং অনির্বাণ চক্রবর্তী। খবর, সিরিজের অন্যতম প্রধান চরিত্র মহীতোষ সিংহ রায়-এর ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ!
আজকাল ডট ইন-এর কাছে এ খবরে সিলমোহর দিলেন খোদ চিরঞ্জিৎ। সঙ্গে জানালেন, ফেলুদার ছবিতে তাঁর অভিনয়ের ইচ্ছে ছিল বহুদিনের। তাই ভাল যে লাগছে তা বলাই বাহুল্য। মহীতোষ সিংহ রায়-এর কথা উঠতেই নিজের পরিচিত ছন্দে শিল্পী বলে উঠলেন – “উপন্যাসটা তো আগেই পড়া ছিল একাধিকবার। এই চরিত্রটির মধ্যে যে বিভিন্ন স্তর রয়েছে, সেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। তার উপর বন-জঙ্গল আমিও ভালবাসি। আর মানিকদার গল্প... আমি বেশ আগ্রহ নিয়েই তাকিয়ে রয়েছি এই প্রজেক্টের দিকে।”
মহীতোষের মতো কোনও শিকারির সঙ্গে ব্যক্তিগত জীবনে মোলাকাত হয়েছে কি অভিনেতার? স্মিত হেসে জবাব এল – “ না, না। সেটা কখনও হয়নি। সাতের দশকের প্রথম দিকেই দেশে শিকার করা আইনত বন্ধ হয়ে যায়...না কোনও এরকম চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হয়নি।” এই প্রথম তাহলে ধূসর চরিত্রে চিরঞ্জিৎ? এবার খানিক সতর্কতার সঙ্গে যুক্তি সাজিয়ে শিল্পীর জবাব – “না, ধূসর কেন হবে? মহীতোষ তো বিরাট কোনও অপরাধ করেননি। আমার অন্তত তাই মনে হয়। হাতে ছোট থাকায় অন্যকে দিয়ে অনুলিখন করিয়েছে নিজের বই। সেটা কি অপরাধ? আর প্রশ্ন রইল, অন্যের করা শিকার নিজের নামে চালানোর। তখনকার আমলের অত বড় শিকারির বংশ, স্রেফ বংশ মর্যাদা রাখার জন্য সে এটা করেছিল। তবে, এর উল্টো পিঠটাও তো দেখা প্রয়োজন। নিজের সেক্রেটারি এবং তাঁর বন্ধুকে যতসম্ভব সাহায্য করেছে আর্থিকভাবে। সম্মান-ও দিয়েছে। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মহীতোষের নানান দিক রয়েছে। হ্যাঁ, এটা ঠিক সে সাদা চরিত্রের নয়। কিছু ভুল সে করেছে, কিছুটা অন্ধকার রয়েছে, কিন্তু দায়িত্বশীলতাও আছে। এটাই চরিত্রটাকে জীবন্ত করে তোলে। আমি আজ পর্যন্ত পর্দায় এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। আর এই সিরিজে আমার দাদার ভূমিকায় সম্ভবত দীপঙ্কর দত্ত-কে দেখা যাবে।”
কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই উদাত্ত গলায় প্রশংসা ভেসে এল শিল্পীর তরফে – “ভীষণ শিক্ষিত, নম্র একজন মানুষ। জঙ্গল-ও ভীষণ ভালবাসে। নিজে এই সিরিজের চিত্রনাট্য শোনা এসেছিল। ওর সঙ্গে আগেও ‘চ্যাম্প’ ছবিতে কাজ করেছি, সেখানে কমলেশ্বর অভিনয় করেছিল। ভাল লেগেছিল তখনই।”
সৃজিত মুখোপাধ্যায় পর এই প্রথম ফেলুদা সিরিজ পরিচালনা করবেন কমলেশ্বর। ২১ এপ্রিল থেকে উত্তরবঙ্গে সিরিজের শুটিং শুরু হওয়ার কথা।
