দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে পরিচিত মুখ, সঙ্গীতশিল্পী ও ডাবিং শিল্পী চিন্ময়ী শ্রীপদা বর্তমানে এক ভয়ানক 'সাইবার ক্রাইম'-এর শিকার। সোশ্যাল মিডিয়ায় তিনি যে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েছেন, তা শুধু তাঁকে নয়, গোটা পরিবারকেই এক চরম মানসিক যন্ত্রণার দিকে ঠেলে দিয়েছে। সম্প্রতি তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, কী ধরনের ঘৃণ্য আক্রমণের শিকার হচ্ছেন তিনি। এক অজ্ঞাতপরিচয় অ্যাকাউন্ট থেকে তাঁকে বিকৃত নগ্ন ছবি পাঠানো হয়েছে। সমাজের এই পাশবিক রূপ দেখে স্তম্ভিত চিন্ময়ী। কিন্তু তিনি থামেননি, সাহস করে সেই ছবিও পোস্ট করেছেন এবং বিষয়টির ভয়াবহতা নিয়ে তাঁর অনুরাগীদের বার্তাও দিয়েছেন।

 


জানা যাচ্ছে, আসল ঘটনাটির সূত্রপাত তাঁর স্বামী, অভিনেতা ও পরিচালক রাহুল রবীন্দ্রনের একটি মন্তব্যের পর। রাহুল সম্প্রতি তাঁর আসন্ন ছবি 'দ্য গার্লফ্রেন্ড'-এর প্রচারের সময় মঙ্গলসূত্র প্রথা নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, মঙ্গলসূত্র পরিধান করা ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়া উচিত এবং সমাজে মহিলাদের জন্য যেমন এই ধরনের প্রতীক রয়েছে, পুরুষদের জন্য তেমন কোনও বাধ্যতামূলক প্রতীক নেই। স্বামীর এই যুক্তিনির্ভর মন্তব্যই নেটিজেনদের একাংশ কিছুতেই মেনে নিতে পারেনি।

 


এরপর থেকেই শুরু হয় লাগাতার আক্রমণ। চিন্ময়ী জানিয়েছেন, শুধু তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাই নয়, তাঁর দুই সন্তানকেও মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে! তিনি এসবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন। 

 

 


চিন্ময়ী অবশ্য এই ধরনের আক্রমণের জন্য নতুন নন। মিটু আন্দোলনের সময় গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে তিনি নেটিজেনদের একাংশের চক্ষুশূল হয়ে ওঠেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক দলগুলির পৃষ্ঠপোষকতা এবং আইটি সেলের প্ররোচনায় টাকা দিয়ে ট্রোলারদের লেলিয়ে দেওয়া হয়। এই ঘৃণ্য কার্যকলাপের উদ্দেশ্য একটাই— জনপরিসর থেকে মহিলাদের সরিয়ে দেওয়া। তিনি বলেন, “আমি এই কারণেই ঘটনাটি সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি, যাতে অন্যান্য মহিলারাও সচেতন হন। সমাজমাধ্যমকে অনিরাপদ করে তুলে পুরুষেরা আমাদের কণ্ঠরোধ করতে চায়।” নিজের এবং  পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে থাকা সত্ত্বেও চিন্ময়ী স্পষ্ট বার্তা দিয়েছেন, তিনি এই হুমকি বা কুৎসার কাছে কিছুতেই নতি স্বীকার করবেন না।