সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফের বিপাকে আল্লু!
গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বেল পেলেও ফাঁড়া কাটেনি আল্লু অর্জুনের। 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে পদপিষ্ট হওয়া আট বছরের শিশু শ্রী তেজা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ভেন্টিলেশনে রাখা হয়েছে তেজাকে। মিনিমাল অক্সিজেন এবং প্রেসার সাপোর্ট দেওয়া হচ্ছে। মিনিমাল অক্সিজেন এবং প্রেসার সাপোর্ট দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ট্রাকিস্টোমি করার কথাও নাকি ভাবছেন চিকিত্সকেরা। ঘটনায় শোকপ্রকাশ করে আল্লু অর্জুন লেখেন, "সন্ধ্যা থিয়েটারের মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে, তারা এই সময় একা নন। আমি ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গে দেখা করব।"
ফের অ্যাকশনে লক্ষ্য
করণ জোহরের প্রযোজনায় 'কিল' ছবিতে ভরপুর অ্যাকশনে দেখা গিয়েছিল লক্ষ্যকে। এরপর অনন্যা পাণ্ডের সঙ্গে জুটিতে রোমান্টিক কমেডি ঘরানার ছবিতে দেখা যাবে তাঁকে। তবে এবার জানা যাচ্ছে, করণ জোহরের প্রযোজনায় আরও একটি অ্যাকশন ছবিতে দেখা যাবে অভিনেতাকে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৫-এর শুরুতেই নাকি ছবির শুটিং শুরু হবে।
জুটিতে শাহিদ-তৃপ্তি
সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় বিশাল ভরদ্বাজের পরিচালনায় দেখা যাবে শাহিদ কাপুরকে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন তৃপ্তি দিমরি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে নানা পাটেকার ও রণদীপ হুডাকে। এই মুহূর্তে ছবি ঘিরে কোনও মন্তব্য করতে নারাজ নির্মাতা। তবে জানা যাচ্ছে, আগামী বছরেই শুরু হবে ছবির শুটিং।
