বেশ কয়েক বছর হল যশ রাজ ফিল্মস প্রযোজনা সংস্থার সঙ্গে আর কাজ করছেন রণবীর সিং। জানা গিয়েছে, এই প্রযোজনা সংস্থা ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। অর্থাৎ এক সময় যেন একটানা তিনি এই প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করতেন, এখন তা করেন না। বরং নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রযোজকের সঙ্গে কাজ করছেন তিনি। তাহলে কি এইমুহূর্তে আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার সঙ্গে রণবীরের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে? কেউ কারও মুখ পর্যন্ত দেখছেন না? এই প্রথম এই বিষয়ে মুখ খুললেন যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা।
রণবীর সিংকে প্রথম আবিষ্কার করে এবং বলিউডে তাঁর অভিনয়যাত্রা শুরু করিয়েছিলেন যশ রাজ ফিল্মস। এর নেপথ্যে ছিলেন দুই ব্যক্তি- কাস্টিং ডিরেক্টর শানু শর্মা এবং এই প্রযোজনা সংস্থার কর্ণধার আদিত্য চোপড়া। যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা এবার মুখ খুললেন রণবীর সিংয়ের ‘যশরাজ ছেড়ে যাওয়ার’ প্রসঙ্গে। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে শানু জানালেন— “রণবীর যে ছেড়ে গিয়েছে তার কারণ আছে, আর আমাদের প্রোডাকশন হাউজও যে সে বিষয়ে রাজি হয়েছে তারও কারণ আছে।”

শানুর কথায়, “ও চলে যাওয়ায় কষ্ট লাগেনি। ও নিজের জীবনের পথে এগোচ্ছে, আমি শুভকামনা জানাই। সব কিছুরই তো একটা সময় থাকে—কখনও কাজ করে, কখনও ফিকে হয়ে যায়, আবার কখনও নতুন করে শুরু হয়—এই চক্রটাই চলে।” অর্থাৎ সম্পর্কের এটিই স্বাভাবিক চক্র — কখনও সফল, কখনও দূরত্ব, আবার কখনও একতরফা ফেরা।
তিনি আরও স্পষ্ট করলেন যে, রণবীরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনও তিক্ততা নেই— “কোনও খারাপলাগা নেই এই বিষয়ে । তিক্তও নেই। ওর এগোনো দরকার ছিল, তাই গিয়েছে। রণবীর আমার প্রিয় বন্ধু, তাই ব্যক্তিগতভাবে আমার কোনও সমস্যাই হয়নি।”
২০১০-এ ব্যান্ড বাজা বারাত দিয়ে যশরাজে রনভীরের বলিউডে অভিষেক। এরপর ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ (২০১১), ‘গুন্ডে’ ও ‘কিল দিল’ (২০১৪), ‘বেফিকরে’ (২০১৬) থেকে ‘জয়েশভাই জোরদার’ (২০২২)—বহু প্রজেক্টে যুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুন: ভয়ঙ্কর অভিজ্ঞতা! অন্তঃসত্ত্বা রাধিকা আপ্টের পেট নিয়ে যা করেছিলেন এক প্রযোজক, শুনে শিউরে উঠবেন
এদিকে শানু এখন উপভোগ করছেন নিজের কাস্টিং সাফল্যের জোয়ার। তাঁর পছন্দ করা অহন পাণ্ডে ও অনিত পাড্ডা প্রথম ছবিতেই (‘সাইয়ারা’, মোহিত সুরির পরিচালনায়) ঝড় তুলেছেন বক্স অফিসে—বিশ্বজুড়ে আয়ের অঙ্ক ইতিমধ্যেই ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা, যার মধ্যে ভারতে সংগ্রহ ৩০৮ কোটি টাকারও বেশি (স্যাকনিল্ক.কম এর তথ্য অনুযায়ী) ।
প্রসঙ্গত, রণবীরকে এবার দেখা যাবে ‘ধুরন্ধর’-এ, আদিত্য ধর পরিচালিত এই ছবিতে আরও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয়ে খন্না, আর. মাধবন ও অর্জুন রামপাল। মুক্তির দিন ৫ ডিসেম্বর। এর আগে তিনি ছিলেন রোহিত শেট্টির সিংহম এগেইন-এ, যেখানে অজয় দেবগণ, করিনা কাপুর খান, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, টাইগার শ্রফ—সবাই ছিলেন চমকে দেওয়ার মতো এক ফ্রেমে।
