'কৃষ' ছবির শুটিংয়ের এই বিটিএস ছবিটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। হৃতিক রোশনের সঙ্গে দুজন কলেজ পড়ুয়াকে দেখা যাচ্ছে, যাঁদের মধ্যে একজন বর্তমানে এক জনপ্রিয় ভারতীয় ক্রিকেটারের স্ত্রী। দেখুন তো চিনতে পারছেন? সাক্ষী ধোনি, মহেন্দ্র সিং ধোনির স্ত্রী। সাক্ষী নিজেই এদিন এই ছবিটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। 

সাক্ষী ধোনি এদিন ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন। আর এই প্রতিটি ছবিই ২০০০ থেকে ২০০৬ দলের মধ্যে তোলা। এই ছবিগুলোতে তাঁকে তাঁর ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে। তবে, তার মধ্যে একটি ছবিতে নজর আটকাল নেটপাড়ার। হৃতিক রোশনের সঙ্গে সাক্ষী! অভিনেতার পোশাক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি 'কৃষ' ছবির শুটিং চলাকালীন তোলা হয়েছে। হৃতিকের পরনে তাঁর কস্টিউম, অন্যদিকে সাক্ষী ধোনি এবং তাঁর বন্ধু, দুজনেই স্কুল ইউনিফর্ম পরে রয়েছেন। প্রসঙ্গত, ২০০৬ সালেই মুক্তি পেয়েছিল কৃষ। 

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন এই পোস্টে মন্তব্য করেছেন। লিখেছেন, 'তখনও মিষ্টি দেখতে ছিলে। এখনও তাই আছ।' তবে তাঁর বাকি অনুরাগীদের নজর আটকেছে আট নম্বর ছবিতেই যেখানে হৃতিকের পাশে সাক্ষীকে দেখা যাচ্ছে। এক ব্যক্তি লেখেন, 'হৃতিক রোশনের সঙ্গে ছবি তুলেছিলেন! কী কপাল!' আরেকজন মজা করে লেখেন, 'সবাই ধোনিকে খুঁজছিল। এদিকে পেয়ে গেল হৃতিককে।' এক নেটিজেন লেখেন, 'আপনার সঙ্গে সেই সময় কৃষের দেখা হয়েছিল!' 

প্রসঙ্গত সাক্ষী ধোনি এবং মহেন্দ্র সিং ধোনি ২০১০ সালে সাতপাকে বাঁধা পড়েন। তাঁদের আলাপ, প্রেমপর্ব থেকে বিয়ে সবটাই ২০১৬ সালে মুক্তি পাওয়া 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিতে ধরা পড়েছিল। সেই ছবিতে তাঁদের চরিত্রে যথাক্রমে অভিনয় করছিলেন কিয়ারা আডবানি এবং সুশান্ত সিং রাজপুত। 

অন্যদিকে হৃতিক রোশনের কাজের বিষয়ে কথা বলতে গেলে, অভিনেতাকে শেষবার 'ওয়ার ২' ছবিতে দেখা গিয়েছে। ছবিটি ভারতীয় বক্স অফিসে ২৪৪ কোটি এবং বিশ্ব জুড়ে ৩৬৫ কোটি টাকা আয় করেছিল। প্রাথমিক ভাবে হইচই পড়লেও, শেষ পর্যন্ত বক্স অফিসে যশরাজ স্পাই সাম্প্রতিক ছবিগুলোর মতো জাঁকিয়ে ব্যবসা করতে পারেনি। এই ছবিতে তাঁর সঙ্গে কিয়ারা আডবানি এবং জুনিয়র এনটিআর ছিলেন। আগামী মুক্তি পাবে 'কৃষ' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি 'কৃষ ৪'। ২০২৭ সালে মুক্তি পেতে পারে সেই ছবি। এই ছবিতে তাঁর সঙ্গে কিয়ারা আডবানি এবং জুনিয়র এনটিআর ছিলেন। আগামী মুক্তি পাবে 'কৃষ' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি 'কৃষ ৪'। ২০২৭ সালে মুক্তি পেতে পারে সেই ছবি।