নিজস্ব সংবাদদাতা: 'মির্জা'য় সুমিত-সাহিলের পরিচালনায় টলি অভিনেতা অঙ্কুশ হাজরাকে দর্শক দেখেছিলেন একেবারে অন্য অবতারে। এই ছবির মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয়েছিল অভিনেতার। ভরপুর অ্যাকশনে ঘেরা এই থ্রিলার ঘরানার ছবির সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছেন দর্শক।
টলিপাড়ার অন্দরের খবর, 'মির্জা ২'-এর প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শুরু করেছেন অঙ্কুশ। এই ছবিতে যিশু-অঙ্কুশের টক্কর দেখবেন দর্শক। যদিও সেই ইঙ্গিত ছবির প্রথম ভাগেই মিলেছিল। 'মির্জা'র শেষের দিকের দৃশ্যে কিছুক্ষণের জন্য দেখা মিলেছিল যিশু সেনগুপ্তর। তাই এবার তাঁর উপস্থিতি যে দারুণ উপভোগ করবেন দর্শক, তা বলাই বাহুল্য।
সূত্রের খবর, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাকে। গল্পে তাঁর চরিত্রটি সম্পূর্ণ নেতিবাচক। জানা যাচ্ছে, তাঁর কালজয়ী চরিত্র 'বিন্দুমাসি'র থেকেও ভয়ঙ্কর হতে পারে এই নতুন রূপ।
চলতি বছর জুনেই শুরু হবে ছবির শুটিং। ইতিমধ্যেই চরিত্রের খাতিরে জোরকদমে শরীরচর্চা শুরু করেছেন অঙ্কুশ। 'মির্জা ২'-এ তাঁকে আরও একবার নতুন করে আবিষ্কার করতে চলেছেন দর্শক।
