নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমেই পেয়েছিলেন প্রথম পরিচিতি। এরপর ছবি থেকে সিরিজের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সৌরভ চক্রবর্তী। নিজের পরিচালনায় তৈরি করেছেন সিরিজও। সফল প্রযোজকের ভূমিকাও পালন করেছেন তিনি। কিছুদিন ধরেই টলিপাড়ার কানাঘুষো, সৌরভ নাকি আবারও ছোটপর্দায় ফিরছেন। 

 

 

 

এবার জল্পনায় সিলমোহর পড়ল। শ্রীজিৎ রায় ও সৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থা নিয়ে আসছে একটি নতুন ধারাবাহিক। জানা যাচ্ছে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে নতুন এই মেগা। গল্পের নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছে সৌরভের কাছে। তবে হাতে বেশকিছু কাজ থাকায়, প্রাথমিকভাবে কিছু জানাননি তিনি। কিন্তু এখন জানা যাচ্ছে, প্রস্তাবে রাজি হয়েছেন সৌরভ। 

 

 

 

 

কিন্তু বহুদিন পর ছোটপর্দায় ফিরে কার সঙ্গে জুটি বাঁধবেন তিনি? এই প্রশ্নের উত্তরও সামনে এল। সূত্রের খবর, নায়িকার চরিত্রে দেখা যেতে পারে শুভস্মিতা মুখোপাধ্যায়কে। যদিও এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকী মুখে কুলুপ এঁটেছেন নায়ক-নায়িকাও। 

 

 

 

 

প্রসঙ্গত, শুভস্মিতাকে দর্শক শেষ দেখেছিলেন স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে। এই মেগার নায়িকা 'ঐশানী'র চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। দর্শকের থেকে পেয়েছিলেন প্রচুর ভালবাসা। নতুন গল্পে, সৌরভ ও শুভস্মিতার জুটিকে কেমন মানাবে? এখন সেটাই দেখার।