মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক সপ্তাশ্ব বসুর ছবি 'দেরি হয়ে গেছে'। মুখ্য চরিত্রে এই ছবিতে দেখা যাবে অঞ্জন দত্ত ও মমতা শঙ্করকে। সূত্রের খবর, সপ্তাশ্ব বসুর আগামী ছবিতেও নাকি থাকবেন অঞ্জন দত্ত! তাঁকে এবার দেখা যেতে চলেছে প্যারাসাইকোলজিস্টের চরিত্রে। গল্পের বুননে সপ্তাশ্ব এবার তুলে ধরবেন টানটান রহস্য। কিন্তু সেই রহস্যে থাকবে ভৌতিক মোড়!
টলিউডের অন্দরের খবর, সপ্তাশ্বর আগামী ছবি তৈরি হতে চলেছে 'ডক্টর হাজরা'কে ট্রিবিউট জানিয়ে। 'ডক্টর হাজরা' হলেন সত্যজিৎ রায়ের বিখ্যাত ফেলুদা সিরিজের রহস্য উপন্যাস 'সোনার কেল্লা'-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি একজন প্যারাসাইকোলজিস্ট বা মনস্তত্ত্ববিদ। তিনি এই উপন্যাসে মুকুল নামের একটি ছোট ছেলেকে সাহায্য করেন, যার পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে। ডক্টর হাজরা মুকুলকে তার স্মৃতির সূত্র ধরে জয়সলমেরে নিয়ে যান, যেখানে সোনা কেল্লার আসল রহস্য উন্মোচিত হয়। সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা'য়, 'ডক্টর হাজরা'র চরিত্রে অভিনয় করেছেন শৈলেন মুখার্জি।
জানা যাচ্ছে, সপ্তাশ্বর ফ্রেমে 'ডক্টর হাজরা' হয়ে ধরা দিতে চলেছেন অঞ্জন দত্ত! তবে তাঁর চরিত্রটি হবে অবশ্যই অন্যরকম। এই গল্পে 'সোনার কেল্লা'র কোনও রেশ থাকবে না বলে খবর। সূত্রের খবর, শুধু অঞ্জন দত্তই নন, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টোটা রায়চৌধুরী ও বিক্রম চট্টোপাধ্যায়কেও। তবে এখনও পর্যন্ত অভিনেতাদের সঙ্গে সবটা চূড়ান্ত হয়নি। ছবি এবং চিত্রনাট্য নিয়ে কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে।
আপাতত, এই ছবি নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ পরিচালক। তবে ছবির ভাবনা নিয়ে কাজ চলছে জোরকদমে। সপ্তাশ্বর আগামী এই ছবিটির কাজ শুরু হবে 'দেরি হয়ে গেছে'র মুক্তির পর। এখন এই ছবির প্রচারেই ব্যস্ত পরিচালক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে এই ছবির শুটিং।
অভিনেতাদের কথা মোটামুটি চূড়ান্ত হলেও অভিনেত্রীদের কারওর নাম সেভাবে প্রকাশ্যে আসেনি এখনও পর্যন্ত। তবে জানা যাচ্ছে, থাকতে পারেন টলিউডের পরিচিত মুখেরা। এর আগে সপ্তাশ্বর পরিচালনায়,'জতুগৃহ','বলরাম কাণ্ড','ডক্টর বক্সী','নেটওয়ার্ক'-এর মতো ছবি দেখেছেন দর্শক। এবার রহস্য আর ভৌতিক কাণ্ডের মিশেলে কোন গল্প বলেন পরিচালক, সেটাই দেখার।
