নিজস্ব সংবাদদাতা: 'সোনার কেল্লা'র ১৫০ বছর পূর্তিতে নতুন উদ্যোগে গা ভাসালেন পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। রহস্যে ঘেরা একটি গল্প বলতে প্রস্তুত পরিচালক। গোয়েন্দা গল্প নিয়ে আসছে একটি সিরিজ। এবারও রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা অনুযায়ী মোবাইলের ক্যামেরায় শুটিং হয়েছে গোটা সিরিজটি।
সূত্রের খবর, গোয়েন্দা গল্পের মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতা সব্যসাচী চৌধুরীকে। টেলিভিশন থেকে বড়পর্দায় নানা চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা। তবে এই প্রথমবার দর্শক তাঁকে গোয়েন্দা চরিত্রে দেখতে চলেছেন। শোনা যাচ্ছে, এই সিরিজের অন্যান্য চরিত্রে থাকছেন দেবতনু, অমৃতা দেবনাথ, মেখলা দাশগুপ্ত, অভিষেক সিং-সহ আরও তারকা। এছাড়াও সিরিজে নতুন মুখের আধিক্য দেখা যাবে বলে খবর।
জানা যাচ্ছে, ফেলুদার আদলে সব্যসাচীর গোয়েন্দা চরিত্রটি গড়েছেন রিঙ্গো। গল্পে ভরপুর রহস্যের সঙ্গে রাজস্থানের ঐতিহ্যের ইতিহাস মিশবে। সিরিজ জুড়ে ফুটে উঠবে বালির শহরের প্রাকৃতিক সৌন্দর্য।
ইতিমধ্যেই রাজস্থানে হয়ে গিয়েছে সিরিজের শুটিং। বাংলার একটি ওটিটি প্ল্যাটফর্মে চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে এই সিরিজ।
