কয়েক মাস আগে প্রযোজনার কাজে হাত দেন যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। শুরু হয় তাঁদের 'হোয়াই সো সিরিয়াস'-এর পথ চলা। দুর্গাপুজোর এক মাস আগে পুজোর গান নিয়ে আসে সেই প্রযোজনা সংস্থা। যীশু নিজেই 'দুগ্গা মা এসেছে' গানের ভিডিওর পরিচালনার দায়িত্ব সামলান। এবার সেই প্রযোজনা সংস্থা নিয়ে আসছে তাঁদের থ্রিলার ছবি। কপ-থ্রিলার ঘরানার সেই ছবির নাম 'ক্ষ্যাপা ভাস্কর'।
বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন ভাবনার প্রভাব বিস্তার চোখে পড়ছে। গল্পের ধরন হোক কিংবা ছবি তৈরির মাধ্যম, বদল নজরে পড়ছে সব ক্ষেত্রেই। ছবি তৈরিতেও এসেছে আমূল পরিবর্তন। বাংলার সিনে জগতে জায়গা করে নিয়েছে কপ-থ্রিলার ড্রামা। দর্শকের পছন্দের তালিকার শীর্ষে থাকে থ্রিলার ছবি। এবার যীশু ও সৌরভের প্রযোজনার হাত ধরে তেমনই আরও এক টানটান গল্প উপহার পেতে চলেছেন দর্শকরা। ছবির স্ক্রিনপ্লে এবং সংলাপ লিখেছেন সৌমিক দে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শুটিং।
আরও পড়ুনঃ শুটিংয়ে মেয়ের জন্য কেঁদে ফেলেছিলেন রঞ্জিত মল্লিক! কী জানালেন কোয়েল মল্লিক?
সূত্রের খবর, নতুন এই ছবিতে অভিনয়ে আছেন বিবৃতি, দর্শনা, কিঞ্জন নন্দ, মৌমিতা পন্ডিত সহ আরও অনেকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। ইতিমধ্যে ভিন্ন ধারার ছবিতে হাত পাকিয়েছেন এই পরিচালক। 'ওয়ার্ল্ড লংগেস্ট ওয়ান-শট' ছবি তৈরি করছেন অংশুমান। গত আগস্ট মাসে প্রকাশ্যে এসেছে সেই ছবির নাম 'স্পাইডার - চ্যাপ্টার ওয়ান।'

প্রসঙ্গত, যিশুর এটি দ্বিতীয় প্রযোজনা সংস্থা। এর আগে স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থা খুলেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ও নীলাঞ্জনা যৌথভাবে এই সংস্থার জন্য একাধিক কাজ করেছেন। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের আঁচ এসে পড়ে প্রযোজনা সংস্থাতেও। নীলাঞ্জনা এখন এককভাবেই প্রযোজনা সংস্থাটি চালাচ্ছেন। অন্যদিকে যীশু শুরু করেছেন তাঁর প্রযোজনার নতুন ইনিংস। সফরে সঙ্গী হয়েছেন সৌরভ দাস।

ক্রিকেট মাঠে একসঙ্গে খুবই ভাল সমীকরণ তাঁদের। তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। কেবল বড়পর্দার কাজ নয়, ছোটপর্দার কাজ, ওটিটি সিরিজ এমনকি মিউজিক ভিডিও ও করার পরিকল্পনা রয়েছে, প্রযোজনা সংস্থা শুরুতেই জানিয়েছিলেন দুই তারকা। এবার তাঁদের প্রযোজনা সংস্থার হাত ধরে টানটান গল্পের মোড়কে আসছে কপ-থ্রিলার ড্রামা।
