নিজস্ব সংবাদদাতা: সমাজের দুই প্রান্তের দুই নারীর জীবন যেন এক সেতুতে বাঁধা। দুই নারীর একজন সুদীপ্তা চক্রবর্তী, অন্যজন সন্দীপ্তা সেন। ছবির নাম 'আপিস'। 'আপিস' দুই নারীর স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা দরকার প্রত্যেক নারীর। নাহলে সমাজে, সংসারে মান থাকে না। ছবির গল্পে ফুটে ওঠা চেনা কথাগুলোর ছুঁয়ে যাবে সব স্তরের নারীকেই। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক। 


ছবিতে সন্দীপ্তা একজন কর্মরতা বিবাহিত নারী। আর তাঁর বাড়ির পরিচারিকার চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী। যিনি মনে করেন এই কাজের বাড়িটাই তাঁর অফিস। এই দুই নারীকে ঘিরেই গড়ে উঠেছে ছবির গল্প! নারীর ক্ষমতায়নের চেনা ধারণা, বাণী বসুর গল্প অবলম্বনে নতুন মোড়কে সাজিয়েছেন পরিচালক অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়। 


গল্পে সন্দীপ্তার স্বামীর ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দ। অন্যদিকে সুদীপ্তার স্বামীর চরিত্রে দেখা যাবে তথাগত চৌধুরীকে। সন্দীপ্তা-কিঞ্জলের ছেলের ভূমিকায় দেখা যাবে খুদে শিল্পী আর্যদীপ সরকারকে।

 

খুব চেনা ছকে গল্পটি যেন না বলা অনেক কথা তুলে ধরবে দর্শক মহলে। ছবিতে চরিত্রাভিনেতাদের নিয়ে বেশ আশাবাদী পরিচালকদ্বয়। 


ছবির শুটিং হয়েছে কলকাতা, বারুইপুর মিলিয়ে। ইতিমধ্যেই ফেস্টিভ্যালে দারুণ ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুন মাসে বড়পর্দায় মুক্তি পাবে 'আপিস'।