'তুঁতে', 'খুকুমণি হোম ডেলিভারি'-র পর হাত ধরে বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন দীপান্বিতা রক্ষিত। বাংলা ধারাবাহিকের নায়িকাদের মধ্যে যাঁরা অল্পদিনেই দর্শকের মন জয় করে নিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম তিনি। মাঝে অবশ্য সান বাংলার এক ধারাবাহিকে ধরা দেন তিনি। তারপরও কেটে গিয়েছে বেশ কয়েক বছর। কবে আবার দীপান্বিতাকে ধারাবাহিকে দেখা যাবে? দর্শমমনে প্রশ্ন তৈরি হয়েছিল। এবার শীঘ্রই ধারাবাহিকে ফিরছেন এই অভিনেত্রীকে। শোনা যাচ্ছে, স্টার জলসায় নতুন ধারাবাহিকের নায়িকা হচ্ছেন তিনি।
দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই স্টার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। প্রযোজনায় এসফিএফ।
এই ধারাবাহিকের হাত ধরেই ফের অনেক দিন বাদে ছোট পর্দায় দেখা যেতে পারে দীপান্বিতাকে। টলিপাড়ার অন্দরের খবর, নতুন ওই ধারাবাহিকের জন্য ইতিমধ্যেই আদৃত রায়, রণজয় বিষ্ণু এবং শুভ্রজিৎ সাহা-এই তিন নায়কের সঙ্গে লুক সেট করা হয়েছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে নায়ক নির্বাচন হয়নি। অপেক্ষা রয়েছে প্রোমো শুটিংয়ের। কারণ ইদানীং লুক সেট হয়ে গেলেও অনেক সময় নায়ক-নায়িকা বাদ চলে যাওয়ার নজির রয়েছে। এমনকী প্রোমো শুটিংয়ের পরও এই ঘটনা ঘটে। তাই এখনও চূড়ান্ত নির্বাচনে অনিশ্চয়তা রয়েছে। তবে আশা করা যায়, এসভিএফের এই ধারাবাহিকে নায়িকা থাকছেন দীপান্বিতা।
প্রসঙ্গত, 'খুকুমণি হোম ডেলিভেরি'র পর সান বাংলায় 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে দীপান্বিতা রক্ষিতকে দেখা গিয়েছিল। কিন্তু খুব অল্পদিনেই শেষ হয়ে যায় এই ধারাবাহিক। তাই মন খারাপ হয়েছিল দীপান্বিতার অনুরাগীদের। তখন থেকেই নায়িকার ফেরার জন্য দিন গুনছিলেন তাঁরা। তারপর কেটে গিয়েছে দেড়-দু'বছর। অবশেষে এল সেই সুখবর। আবারও নতুন চরিত্রে ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী।
